সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ তৃণমূল সাংসদদের, শান্তনু তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে

কিংবদন্তি সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে রাজনৈতিক মহলেও নেমে এসেছে শোকের ছায়া। তাঁর (Sandhya Mukhopadhyay) প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (MP Abhishek Banerjee), শান্তনু সেন (MP Santanu Sen)। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর সাংসদ শান্তনু সেন অভিযোগ করেন, জীবনের শেষ পর্যায়ে বিজেপি তাঁকে অপমান না করলেই ভালো হতো৷

কিংবদন্তির মৃত্যুতে এদিন সোশ্যাল মিডিয়ায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) লেখেন, “তাঁর বিদেহী (Sandhya Mukhopadhyay) আত্মার চিরশান্তি কামনা করি। তাঁর প্রয়াণে সঙ্গীত জগতে এক গভীর শূন্যতার সৃষ্টি হল। তাঁর শোকসন্তপ্ত পরিবার- পরিজন, শুভানুধ্যায়ী ও অগণিত অনুরাগীদের জানাই গভীর সমবেদনা।”

আরও পড়ুন-‘অপূরণীয় ক্ষতি’, সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ অজয়-ঊষা-হৈমন্তীর

সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay) প্রয়াণে শোকপ্রকাশ করেন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন (Santanu Sen)৷ তিনি লেখেন, ‘‘উনি আমাদের হৃদয়ে চিরকাল থেকে যাবেন ৷’’ তারপরই তিনি তোপ দাগেন বিজেপির বিরুদ্ধে ৷ সম্প্রতি ভারত সরকারের তরফে পদ্ম-সম্মান ঘোষণা করা হয় ৷ সেখানে গীতশ্রীর নাম পদ্মশ্রীর তালিকায় রাখার বিষয়ে বিবেচনা করা হয়৷ কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন সন্ধ্যা৷ ঘটনাচক্রে এর মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা মুখোপাধ্যায়৷

গত ২৬ জানুয়ারি অসুস্থ হয়ে পড়েন প্রবাদ প্রতিম সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। ২৭ জানুয়ারি তাঁকে গ্রিন করিডোর করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। ফুসফুসে সংক্রমণ হয়েছিল তাঁর। সঙ্গীতশিল্পীকে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। তড়িঘড়ি গঠিত হয় মেডিক্যাল বোর্ড। কিন্তু শেষ রক্ষা হল না। চলে গেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

 

Previous articleSandhya Mukherjee : সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যপাল
Next articleAntara Chowdhuri: উদার মনের মিষ্টি প্রিয়জনকে হারালাম