Deep Sidhu:পথ দুর্ঘটনায় মারা গেলেন পাঞ্জাবি অভিনেতা দীপ সিধু

পথ দুর্ঘটনায় মারা গেলেন পাঞ্জাবি অভিনেতা দীপ সিধু। ২০২১ সালে কৃষক আন্দোলন চালকালীন তাঁর নাম সংবাদের শিরোনামে আসে। জানা গিয়েছে, সন্ধ্যায় দিল্লির ভাতিন্দা থেকে পাঞ্জাবের দিকে রওনা দিয়েছিলেন তিনি। আচমকাই হরিয়ানার খারখোদায় ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে তাঁর গাড়িতে একটি ট্রাক ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় সিধুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


আরও পড়ুন:Bapi Lahiri: কিংবদন্তী শিল্পী বাপি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর


২০১৫ সালে পাঞ্জাবি চলচ্চিত্র ‘রামতা যোগী’ দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন সিধু। এই ছবির মুখ্য অভিনেতার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।এরপর একের পর এক পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। অভিনেতা হিসেবে জনপ্রিয় নাম ছিলেন দীপ সিধু।
২০২১ সালে কৃষক আন্দোলনের সময় সংবাদের শিরোনামে উঠে আসে তাঁর নাম। ২৬ জানুয়ারি কৃষকদের লালকেল্লায় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে যে হিংসাত্মক ঘটনা ঘটে তাতে গ্রেফতার হন অভিনেতা সিধু। তার বিরুদ্ধে ৩,২২৪ পাতার চার্জশিট পেশ করে পুলিশ। পরে জামিনে মুক্তি পান সিধু।

Previous articleBapi Lahiri: কিংবদন্তী শিল্পী বাপি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর
Next articlePSG: চ‍্যাম্পিয়ন্স লিগে এমবাপের গোলে রিয়াল মাদ্রিদকে ১-০ হারাল পিএসজি