East Bengal: বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোকস্তদ্ধ কলকাতা ময়দান, শ্রদ্ধা জানাতে অর্ধ নমিত রাখা হল ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা

লাল-হলুদ ক্লাবের আজীবন সদস‍্য ছিলেন বাপ্পি লাহিড়ী। তাঁর সদস্য কার্ডের নম্বর ছিল ৬৬৯।

মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন বাপ্পি লাহিড়ী( Bappi Lahiri)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। সুরকার এবং সঙ্গীতশিল্পীর আকস্মিক প্রয়াণে গভীর শোকের ছায়া দেশ জুড়ে। শোকের ছায়া কলকাতা ময়দানেও। কারণ সঙ্গীত জগৎ ছাড়াও তাঁর ভালবাসা ছিল কলকাতার ফুটবলের প্রতিও। ইস্টবেঙ্গল ক্লাবের ( East Bengal club) আজীবন সদস্য ছিলেন বাপ্পি লাহিড়ী।

লাল-হলুদ ক্লাবের আজীবন সদস‍্য ছিলেন বাপ্পি লাহিড়ী। তাঁর সদস্য কার্ডের নম্বর ছিল ৬৬৯। ইস্টবেঙ্গল ক্লাবে এসেছেন বেশ কয়েকবার। কলকাতার ফুটবল, বিশেষত প্রিয় ইস্টবেঙ্গল ক্লাবের খোঁজখবর নিতেন নিয়মিত। বুধবার তাঁর প্রয়াণের খবর পৌঁছাতেই বাপ্পি লাহিড়ীর ছবিতে মালা দিয়ে লাল-হলুদ ক্লাবের তরফে শ্রদ্ধা জানানো হয়। অর্ধনমিত রাখা হয় ক্লাবের পতাকাও।

আরও পড়ুন:KKR: কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক হলেন শ্রেয়স আইয়র

Previous articleবারুইপুরে সামগ্রিক উন্নয়নের বার্তা নিয়ে ১৭-০ করার লক্ষ্যে তৃণমূল
Next articleBappi lahiri : বাপ্পিদা আমার কম্পোজিশনে মুগ্ধ হয়েছিলেন , শুনেই আমি ধন্য : দেবজ্যোতি মিশ্র