সুন্দরবনে ফের বাঘের হামলায় মৃত্যু মৎস্যজীবীর

Tiger attack in sundarban

ফের বাঘের (Tiger Attack in Sundarban) হামলায় সুন্দরবনের এক মৎস্যজীবীর মৃত্যু হল। বাঘের মুখে পড়ে মৃত্যু হল বছর পঞ্চাশের নিখিল মণ্ডলের (Nikhil Mondal)।

বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ সুন্দরবনের ঝিলার জঙ্গলে কাঁকড়া ধরার সময় জঙ্গল থেকে বাঘ (Tiger Attack in Sundarban) বেরিয়ে এসে হামলা চালায়। সঙ্গীরা বাঘের মুখ থেকে ছাড়িয়ে নেন শিকারকে। কিন্তু কিছুক্ষনের মধ্যে মৃত্যু হয় জখম কাঁকড়া শিকারীর। মৃত নিখিল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) গোসাবার (Gosaba) লাহিড়ীপুর পঞ্চায়েতের চরঘেরির বাসিন্দা।

আরও পড়ুন-Haryana: বেসরকারি চাকরিতে ৭৫ শতাংশ সংরক্ষণের স্থগিতাদেশ তুলে দিল শীর্ষ আদালত

গ্রামে নিখিলের দেহ নিয়ে আসতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই মৎস্যজীবীদের বৈধ কোনও কাগজপত্র ছিল না। গত দু’মাসে ৬ জন কাঁকড়া শিকারীর মৃত্যু হল বাঘের আক্রমণে। জখম হয়েছেন আরও ৩ জন।

 

Previous articleটিকার দুটি ডোজ নেওয়া থাকলে বিদেশীদের দরকার নেই কোভিড টেস্টের!
Next articleফের শিরোনামে বিশ্বভারতী! অবিলম্বে হোস্টেল খোলার দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের