ধনকড়কে নিয়ে মামলা খারিজ করল হাই কোর্ট

রাজ্যপাল জগদীপ ধনকড়ের অপসারণ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। সেই রিট পিটিশন আজ, শুক্রবার সরাসরি খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ‌ প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন, সংবিধান রাজ্যপালকে যে অধিকার দিয়েছে তাতে তিনি আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নন। এই কথা বলেই মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, এই মামলায় গত ১৪ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানির পর রায়দান স্থগিত ছিল। শুক্রবার কলকাতা হাইকোর্ট জানায়, সংবিধানের ৩৬১ ধারা অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে এমন কোনও পদক্ষেপ করতে পারে না আদালত। রাজ্যপালকে অপসারণের দাবিতে রাজ্যসভায়–লোকসভা্য সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা।

Previous articleগায়ে পড়ে বিরিয়ানি ও জোর করে কোলাকুলি বিদেশনীতি নয়: মোদিকে তোপ মনমোহনের
Next articleEntertainment : শপথ নিয়ে বিয়ে করবেন ফারহান -শিবানী