Sunday, May 4, 2025

পুরভোটের আগে বাদ গেল একলাইন, নতুন মোড়কে দেবাংশুর “খেলা হবে” স্লোগান

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটের আগে দারুণ জনপ্রিয় হয়েছিল “খেলা হবে” স্লোগান। আজ এই স্লোগান কার্যত ইতিহাস। এ রাজ্যের আট থেকে আশি, সকলের মুখেই ফেরে সেই স্লোগান। শুধু রাজ্য রাজনীতি নয়, রাজ্যের গণ্ডি পেরিয়ে ভিন রাজ্যেও সমাদৃত এই স্লোগান। আর এই রাজ্যে “খেলা হবে” স্লোগানের প্রবক্তা তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। টেলিভিশন চ্যানেলে কিংবা রাজনৈতিক সভায় সুবক্তা হিসেবে পরিচিত তৃণমূলের নতুন প্রজন্মের নেতা দেবাংশু। কিন্তু দেবাংশুকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছে তাঁর এই “খেলা হবে” স্লোগান।

যদিও বছর ঘুরতেই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বদল আসায় দেবাংশু (Debangshu Bhattacharya) তাঁর সৃষ্ট “খেলা হবে” স্লোগানেও কিছু বদল আনলেন। রাজনৈতিক প্রেক্ষাপট থেকে মূলভাবনা একই রেখে নতুন করে ‘’খেলা হবে’’ স্লোগান তৈরি করেছেন দেবাংশু। যেখানে একটি লাইন যেমন বাদ পড়েছে, একইভাবে বেশ কয়েকটি নতুন লাইনের সংযোজন হয়েছে।

আরও পড়ুন: Sadhan Pande: সাধন পাণ্ডের মৃত্যুতে শোকপ্রকাশ করে ট্যুইট রাজ্যপাল, শুভেন্দু ও দিলীপের

যে লাইনটি বাদ পড়েছে সেখানে একুশের ভোটের আগে দলছুট মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায় এবং সব্যসাচী দত্তর নাম ছিল। বিধানসভা ভোটে ভরাডুবির পর অনেকের মতোই বিজেপি ছেড়েছেন মুকুল রায়, সব্যসাচী দত্তরা। মুকুল রায় এখনও আনুষ্ঠানিকভাবে বিজেপিতে থাকলেও গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। সব্যসাচী দত্ত তৃণমূলে ফিরে সদ্যসমাপ্ত বিধাননগর পুরভোটে ঘাসফুল প্রতীকে জিতে চেয়ারপার্সন মনোনীত হয়েছেন। আর শোভন চট্টোপাধ্যায় কার্যত রাজনৈতিক সন্ন্যাসে গিয়েএখন বান্ধবীকে সঙ্গে নিয়ে দিন কাটাচ্ছেন। তাই “খেলা হবে” মূল স্লোগানের থেকে মুকুল, সব্যসাচী ও শোভনের নাম কাটছাঁট করেছেন দেবাংশু। বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দেবাংশু নিজেই একথা জানিয়েছেন।

বাইশে দেবাংশুর নতুন “খেলা হবে” স্লোগানও জনপ্রিয় হয়েছে। বিশেষ করে রাজ্যজুড়ে ১০৮টি পৌরসভা নির্বাচনের আগে পাড়ায় পাড়ায় “খেলা হবে” স্লোগানে মেতেছে আট থেকে আশি।

 

spot_img
spot_img

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...