একুশের বিধানসভা ভোটের আগে দারুণ জনপ্রিয় হয়েছিল “খেলা হবে” স্লোগান। আজ এই স্লোগান কার্যত ইতিহাস। এ রাজ্যের আট থেকে আশি, সকলের মুখেই ফেরে সেই স্লোগান। শুধু রাজ্য রাজনীতি নয়, রাজ্যের গণ্ডি পেরিয়ে ভিন রাজ্যেও সমাদৃত এই স্লোগান। আর এই রাজ্যে “খেলা হবে” স্লোগানের প্রবক্তা তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। টেলিভিশন চ্যানেলে কিংবা রাজনৈতিক সভায় সুবক্তা হিসেবে পরিচিত তৃণমূলের নতুন প্রজন্মের নেতা দেবাংশু। কিন্তু দেবাংশুকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছে তাঁর এই “খেলা হবে” স্লোগান।

যদিও বছর ঘুরতেই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বদল আসায় দেবাংশু (Debangshu Bhattacharya) তাঁর সৃষ্ট “খেলা হবে” স্লোগানেও কিছু বদল আনলেন। রাজনৈতিক প্রেক্ষাপট থেকে মূলভাবনা একই রেখে নতুন করে ‘’খেলা হবে’’ স্লোগান তৈরি করেছেন দেবাংশু। যেখানে একটি লাইন যেমন বাদ পড়েছে, একইভাবে বেশ কয়েকটি নতুন লাইনের সংযোজন হয়েছে।
আরও পড়ুন: Sadhan Pande: সাধন পাণ্ডের মৃত্যুতে শোকপ্রকাশ করে ট্যুইট রাজ্যপাল, শুভেন্দু ও দিলীপের

যে লাইনটি বাদ পড়েছে সেখানে একুশের ভোটের আগে দলছুট মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায় এবং সব্যসাচী দত্তর নাম ছিল। বিধানসভা ভোটে ভরাডুবির পর অনেকের মতোই বিজেপি ছেড়েছেন মুকুল রায়, সব্যসাচী দত্তরা। মুকুল রায় এখনও আনুষ্ঠানিকভাবে বিজেপিতে থাকলেও গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। সব্যসাচী দত্ত তৃণমূলে ফিরে সদ্যসমাপ্ত বিধাননগর পুরভোটে ঘাসফুল প্রতীকে জিতে চেয়ারপার্সন মনোনীত হয়েছেন। আর শোভন চট্টোপাধ্যায় কার্যত রাজনৈতিক সন্ন্যাসে গিয়েএখন বান্ধবীকে সঙ্গে নিয়ে দিন কাটাচ্ছেন। তাই “খেলা হবে” মূল স্লোগানের থেকে মুকুল, সব্যসাচী ও শোভনের নাম কাটছাঁট করেছেন দেবাংশু। বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দেবাংশু নিজেই একথা জানিয়েছেন।

বাইশে দেবাংশুর নতুন “খেলা হবে” স্লোগানও জনপ্রিয় হয়েছে। বিশেষ করে রাজ্যজুড়ে ১০৮টি পৌরসভা নির্বাচনের আগে পাড়ায় পাড়ায় “খেলা হবে” স্লোগানে মেতেছে আট থেকে আশি।
