আমতার ছাত্রনেতার (Anish Update) মৃত্যুতে ধৃত ২ পুলিশকর্মীর ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিল উলুবেড়িয়া আদালত। একই সঙ্গে টিআই প্যারেডের নির্দেশও দেওয়া হয়েছে। আনিস-মৃত্যুর তদন্তে মুখ্যমন্ত্রী নির্দেশ সিট (SIT) গঠিত হওয়ার পরেই তৎপর তদন্তকারীরা। ইতিমধ্যেই পুলিশকর্মীদের সাসপেন্ড করার পরে ২ পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার, তাঁদের উলুবেড়িয়া (Uluberia) আদালতে তোলা হলে দু’জনকেই হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। দুপক্ষের সওয়াল-জবাবের পর ধৃতের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। একই সঙ্গে টিআই প্যারেডের নির্দেশও দিয়েছে আদালত। ময়নাতদন্ত ও আনিসের মোবাইল ফোন নিয়ে পদক্ষেপ করতে পারেন তদন্তকারী অফিসাররা।
আরও পড়ুন-Nabanna: লক্ষ্য শিল্পায়ন: চিকিৎসা ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে ইমামি গোষ্ঠীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
আনিসের (Anish Update) রহস্যমৃত্যুতে মুখ্যমন্ত্রী বিষয়ে কড়া অবস্থান নিয়েছেন। মৃত ছাত্রনেতার পরিবারকে আশ্বাস দিয়েছেন, যে নিরপেক্ষ তদন্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দ্রুত কাজ শুরু করেছে পুলিশ। যদিও, আনিসের পরিবারের তরফ থেকে তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা মিলছে না বলে অভিযোগ। তবে, মুখ্যমন্ত্রী দ্রুত তদন্ত শেষ করে ১৫দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন।