Ukraine Russia: ‘আপনার বাহিনী ফিরিয়ে আনুন’,রাশিয়াকে আবেদন রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেলের

স্বার্থের সংঘাতে বিশ্ব রাজনীতিতে শান্তির অভাব। দুনিয়া জুড়ে রাজনৈতিক এবং কূটনৈতিক ক্ষমতায়ন যতই দৃঢ় হচ্ছে, জাত্যাভিমান যত জোরালো হচ্ছে বিশ্বায়নের প্রতিক্রিয়া হিসেবে, ততই সংঘাতের প্রবণতা বাড়ছে, শান্তির পথ আরও সংকীর্ণ হচ্ছে। যেভাবে রাশিয়া তাদের পেশিশক্তির প্রদর্শন করে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে, তার সমাধান সূত্র হিসেবে ‘মানবিক স্বার্থে’ যুদ্ধ থামানোর আবেদন জানিয়েছেন রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও আন্তোনিয়ো গুতেরেস। পূর্ব ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট সামরিক অভিযান শুরুর হুঙ্কার দেওয়ার পরই তা বন্ধের আবেদন জানান রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল।

আরও পড়ুন:গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইউক্রেনের বায়ুসেনা ঘাঁটি ও এয়ার ডিফেন্স সিস্টেম, দাবি রাশিয়ার

এদিকে এই ইস্যুতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠক হয়। তার পরেই রাষ্ট্রসংঘের তরফে অ্যান্তোনিও আন্তোনিয়ো গুতেরেস বলেন, “প্রেসিডেন্ট পুতিন, মানবতার খাতিরে রাশিয়ায় আপনার বাহিনী ফিরিয়ে আনুন। ইউক্রেনে যুদ্ধের পরিণতি হবে ভয়াবহ। বিশ্ব অর্থনীতির ক্ষেত্রেও যা সুদূরপ্রসারী হবে।”

Previous articleCorona Update: সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, ফের বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা
Next articleফ্রাইং প্যান দিয়ে পিটিয়ে মাকে খুন করল মেয়ে!