Friday, December 26, 2025

Debolina-Tathagata:দূরত্ব ঘুচিয়ে আবার কাছাকাছি দেবলীনা-তথাগত,সম্পর্কের বরফ গলল কি?

Date:

Share post:

সেই তো আবার কাছে এলে! দেবলীনা-তথাগতকে (Debolina-Tathagata) এক ফ্রেমে দেখার পর ঠিক এমন কথাই বলছেন নেটিজেনরা। দেবলীনার পরনে পৈঠানি কারুকার্যের লহেঙ্গা, সিঁথি ভর্তি সিঁদুর,মাথায় সাদা ফুলের মালা,ঠিক যেন নব বধূ । অন্যদিকে জমকালো পাঞ্জাবি সঙ্গে মানানসই ধুতি, ঠিক যেন বিয়ের বর, এভাবেই ধরা দিলেন তথাগত(Tathagata)।প্রকাশ্যে এই ছবি আসতেই অনেকেরই প্রশ্ন, তবে কি সম্পর্কের বরফ গলল?

থামল রক্তক্ষরণ: অবশেষে ঘুরে দাড়াল শেয়ারবাজার, প্রায় ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স

উল্লেখ্য দেবলীনা-তথাগত(Debolina-Tathagata),বিনোদন জগতের (Entertainment Industry) এই তারকা দম্পতি কিছুদিন ধরেই আলোচনার শিরোনামে। দুটিকে জুটিতে বেশ মানায়। বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন বেশ কয়েক বছর আগে। কিন্তু সম্প্রতি সম্পর্কে ফাটল। ব্যক্তিগত কারণে একে অন্যের থেকে দূরে সরে গেছেন তাঁরা। তাঁদের অনুরাগীরা প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন? কিন্তু একই ফ্রেমে ধরা দিয়ে যেন জল্পনায় জল ঢাললেন অভিনেতা-অভিনেত্রী(Actor-Actress)। তবে কি সমীকরণে কি কিছু পরিবর্তন এল? চোখে-চোখ রেখে, হাতে-হাত রেখে শুধুই কি পেশাদারি দায়বদ্ধতায় এভাবে প্রকাশ্যে এলেন তাঁরা? যখন সবার মনে হাজারও প্রশ্ন, তখন মুখ খুললেন দেবলীনা-তথাগত (Debolina-Tathagata)।

বুধবার শহরে একটি বুটিকে ওয়েডিং কালেকশন লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অভিনেত্রী দেবলীনা বললেন, পেশাদারিত্ব তো বটেই। কাজের প্রয়োজনে কারোর সঙ্গে এক ফ্রেমে আসাটা কাজেরই অঙ্গ। পাশাপাশি যাঁরা ভেবেছিলেন এরপর আর দেবলীনা-তথাগতকে একসঙ্গে এক ফ্রেমে দেখা যাবে না, তাঁদেরকে অপেশাদার বলে কটাক্ষও করেন দেবলীনা। অন্য দিকে, তথাগত খুব শান্ত ভাবে জানান, তাঁদের নিয়ে যে আলোচনা বা সমালোচনা সেসব ছেলেমানুষি । তিনি জানান পৃথিবীতে কোনও কিছুই স্থায়ী নয়। পরিবর্তনই একমাত্র স্থায়ী। সুতরাং আজ যেটা ভাবছি, কাল সেটার পরিবর্তন হয়ে যাবে। তথাগত বলেন, ” যারা ভেবেছিলেন আর আমাদের একসঙ্গে দেখা যাবে না অথবা আমরা একসঙ্গে কাজ করব না, এটা তাঁদের সীমাবদ্ধতা বা ছেলেমানুষি বলে আমার মনে হয়।” স্বভাবতই এই মন্তব্যের পর নতুন করে জল্পনা জন্ম নিয়েছে। তাহলে কি সত্যিই ‘দূরত্ব’ কমল?

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...