Book Fair: কোভিডের কারণে পিছিয়ে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা

সোমবার, শুরু হচ্ছে ৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা

করোনার কারণে নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata International Book Fair)। কোভিডকাল কাটিয়ে সোমবার থেকে শুরু হচ্ছে ৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। সোমবার দুপুর তিনটে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সঙ্গে থাকবেন থিম কান্ট্রি বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী কে এম খালিদ, বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় ও সেলিনা হোসেন। ওদিন উদ্বোধন মঞ্চ থেকেই সিইএসসি সৃষ্টি সম্মান দেওয়া হবে সঞ্জীব চট্টোপাধ্যায়কে।

যাঁরা আসতে পারছেন না অথবা রাজ্য বা দেশের বাইরে থাকেন তাঁরা প্রত্যেকে ঘরে বসে এবার বইমেলার প্রতিটি অনুষ্ঠান দেখতে পারবেন। কারণ, এবারই প্রথম মেলার সোশ্যাল মিডিয়া পেজে ভার্চুয়ালি দেখা যাবে বইমেলা। মেলায় থাকছে একাধিক আকর্ষণ।
• নেতাজি ও ঋষি অরবিন্দর নামে হচ্ছে দু’টি হল।
•২টি তোরণ হচ্ছে সত্যজিৎ রায় ও অবনীন্দ্রনাথ ঠাকুরের নামে।
•এবার মোট ৬০০টি স্টল থাকছে মেলায়।
•লিটল ম্যাগাজিনের জন্য হচ্ছে দুশোটি স্টল।
•মেলায় ঢোকা ও বেরোনোর জন্য মোট ন’টি গেট থাকছে।
• যার মধ্যে তিনটি তৈরি হচ্ছে বঙ্গবন্ধুর লেখা বইয়ের আদলে।
•বঙ্গবন্ধুর নামে একটি গেটও থাকছে।
•একটি বিশ্ববাংলা গেটও থাকছে।
•মেলার মুক্তমঞ্চ হচ্ছে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে।

এবার মেলায় প্রথম অংশগ্ৰহণ করছে ইরান। করোনাকালে শিশুদের মানসিক অবস্থা নিয়ে আলোচনা বিশেষ গুরুত্ব পাবে সাহিত্য উৎসবে। মেলার জন্য এবারও থাকছে বিশেষ বাস। সল্টলেকের করুণাময়ী ও ময়ূখ ভবনের সামনে থেকে রাত ৯টা পর্যন্ত এসি ও ননএসি দু’রকম বাসই মিলবে। মেলা ফেরত যাত্রীদের সল্টলেক থেকে শহরের বিভিন্ন মেট্রো স্টেশনে পৌছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সেই মতো থাকবে বাস পরিষেবা। ১ মার্চ থেকে মেলার শেষদিন পর্যন্ত দিনরাতে এই বিশেষ বাস পরিষেবা দেবে পরিবহণ দফতর। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি বাসে বইমেলার স্টিকার লাগানো থাকবে। হাওড়া, শিয়ালদহ, গড়িয়া, বেহালার মতো সব গুরুত্বপূর্ণ জায়গা থেকেই মিলবে মেলার বাস। সন্ধের পর থেকে মিলবে শাটল বাস সার্ভিস। শহরের একটি বেসরকারি হাসপাতালের তরফে মেলায় থাকছে মেডিক্যাল সেন্টার।

আরও পড়ুন- বিজেপির ডাকা বন্‌ধ মোকাবিলায় রাত সাড়ে আটটায় জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব

Previous articleবাংলাদেশ-ভারতের আত্মিক সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান সত্যম রায়চৌধুরীর
Next articleIPL 2022: আইপিএল প্রোমোতে নবরূপে হাজির ধোনি