Sunday, August 24, 2025

“তাজ্যপুত্র” মন্তব্যে এবার শুভেন্দুকে আইনি নোটিশ কুণালের

Date:

শুভেন্দু VS কুণাল লড়াই জারি। বরং, এই লড়াইয়ে আরও অন্যমাত্রা যোগ হল। রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবারকে রাজনৈতিক ইস্যুতে বিঁধে আক্রমণ করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। যা নিয়ে অধিকারী পরিবারের তরফে কোট-কাছারি করা হয়েছিল। যদিও আদালত কক্ষে কোরআনের রাজনৈতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে করা মামলায় সেভাবে জাঁকিয়ে বসতে পারেনি অধিকারীরা।

কিন্তু লড়াই আইনি লড়াই থামছে কই? এবার বিজেপির তৎকাল নেতা শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

কিন্তু কেন?

পুরভোটের প্রচার উপলক্ষে সম্প্রতি শুভেন্দু আর কুণালের মধ্যে তরজা তুঙ্গে উঠেছিল। কাঁথি পৌরসভা ভোটের প্রচারে গিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শুভেন্দু অধিকারীকে নিয়ে আক্রমণাত্মক রাজনৈতিক বক্তব্য রেখেছিলেন। কুনালের ভোট প্রচার ঝড়ে কার্যত চাপে পড়ে হতাশায় শুভেন্দু তাঁর রুচিবোধের পরিচয় দিয়ে ব্যক্তিগত কুৎসা নেমে পড়েন। এবং অবান্তর ভুলভাল মন্তব্য করেন।

শুভেন্দু সাংবাদিকদের বলেছিলেন, কুণাল ঘোষকে নাকি কোন এক সময় তাঁর বাবা ডাঃ কল্যাণ ঘোষ “ত্যাজ্যপুত্র” করেছিলেন। উত্তর দিতে দেরি করেননি কুণাল। তাঁর কথায়,
“আমাকে আমার বাবা ‘তাজ্যপুত্র’ করেছিলেন। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী শুভেন্দুকে নোটিশ পাঠিয়ে বলেছেন চিঠি পাওয়ার ৭২ ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে পরবর্তী পদক্ষেপ নেব।”

এই প্রসঙ্গে তৃণমূল তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে শুভেন্দুকে কটাক্ষ করে লেখেন, “আমার বাবা ডাঃ কল্যাণ ঘোষ ১৯৯৫ সালে মারা যান। তখনও পর্যন্ত আমাকে তাজ্যপুত্র করেননি। পরে করেছেন কি না হয়ত শুভেন্দু জানে। আত্মীয় স্বজন, প্রতিবেশিরাও বলতে পারলেন না। যাক গে, কোর্টে দাঁড়িয়েই হয়ত শুভেন্দু আমার ‘তাজ্যপুত্র’ বিষয়টির নথিটথি দেখাবে। আয় ভাই কোর্টে আয়…, অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম। শুভেন্দুর এই মন্তব্য থেকে পরিষ্কার ও কতটা মানসিক চাপে আছে। আমি তো বারবার বলছি, ও যতবার ‘হালুম’ বলতে যায়, সবাই শোনেন ‘ম্যাঁও।”

আরও পড়ুন- নারী দিবসে মহিলাদের জন্য দু’দিনের বিশেষ অধিবেশন আয়োজন নিয়ে স্পিকারকে চিঠি লকেটের

 

Related articles

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে 'ধূমকেতু', তাতে একটা সাস্কেস পার্টি তো...

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...
Exit mobile version