তাঁরা এলাকার সাংসদ। কিন্তু নিয়ম অনুযায়ী নিজের বুথ কেন্দ্রের বাইরে যেতে পারেন না তাঁরা। কিন্তু অভিযোগ, বিজেপি (Bjp) সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও অর্জুন সিং (Arjun Singh) ভোটের দিন সকালে থেকে এলাকায় ভোটারদের প্রভাবিত করে উত্তেজনা সৃষ্টির করছেন। তাঁদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (Election Commission) অভিযোগ জানাল তৃণমূল।

খড়্গপুরে নিজের সংসদীয় এলাকায় গিয়ে রয়েছেন দিলীপ ঘোষ। শনিবার, রাতেই তাঁকে বাংলোয় গিয়ে এই বিষয়ে সতর্ক করে পুলিশ। কিন্তু তাও সকাল থেকে তিনি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ।
একই ভাবে বারাকপুরের সাংসদ অর্জুন সিং সকাল থেকে ভাটপাড়া এলাকায় ভোটারদের প্রভাবিত করা ও উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছন বলে অভিযোগ। প্রকাশ্যে অর্জুনকে পুলিশের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়তে দেখা গিয়েছে। এঁদের বিরুদ্ধে অভিযোগ তুল রাজ্য নির্বাচন কমিশনে গেল তৃণমূল।
