Saturday, December 20, 2025

নিজেদের চেষ্টায় ফিরেছি: মন্ত্রীর আবেদনে ‘মোদি জিন্দাবাদ’ বললেন না ইউক্রেন ফেরতরা

Date:

Share post:

যুদ্ধের জেরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ইউক্রেনের(Ukraine) সীমান্ত পার হতে হবে, তারপরই মিলবে উদ্ধার। তবে কীভাবে সেই সীমান্ত পার হবেন পড়ুয়ারা তা সম্পূর্ণ তাদের উপরে চাপিয়ে দিয়েছে ভারত সরকার(Indian government)। উদ্ধারকার্য চলছে ইউক্রেনের প্রতিবেশী দেশ থেকে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের উদ্ধার করে কৃতিত্ব নিতে গিয়ে অস্বস্তির মুখে পড়তে হলো বিজেপির মন্ত্রীকে(BJP minister)। ইউক্রেনের প্রতিবেশী দেশ থেকে সীমান্ত পেরিয়ে আসা পড়ুয়াদের বিমানে তুলে কেন্দ্রীয় মন্ত্রী আবেদন জানিয়েছিলেন মোদি জিন্দাবাদ বলার জন্য। তবে তার সেই আবেদনে সাড়া দিল না পড়ুয়ারা। বরং পড়ুয়াদের দাবি নিজের চেষ্টায় ফিরেছি। এই ভিডিও ভাইরাল হতেই চরম অসস্তির মুখে পড়তে হলো বিজেপি সরকারকে।

ইউক্রেন থেকে ফিরে আসা পড়ুয়াদের নিয়ে দিল্লির কাছে হিন্ডন এয়ারবেসে পৌঁছেছিল বায়ুসেনার বিমান। সেখানে তাদের সঙ্গে দেখা করতে আসেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট। বিমানের আসনে বসে থাকা পড়ুয়াদের উদ্দেশ্যে বলছেন, “একদম চিন্তা করবেন না। সব ঠিক হয়ে যাবে। প্রাণ বেঁচে গিয়েছে মোদিজির কৃপায়।” এরপর তিনি সকলকে ‘ভারত মাতা’র নামে জয়ধ্বনি দিতে বলেন। সঙ্গে সঙ্গে তাতে সাড়া দেন সব পড়ুয়াই। এরপরই তিনি বলেন, “এবার চেঁচিয়ে বলুন মোদিজি জিন্দাবাদ।” এই আবেদনে কার্যত বিপরীত প্রতিক্রিয়া দেখা দেয়। কয়েকজন নিমরাজি ভঙ্গিতে ওই স্লোগান দিলেও বেশির ভাগই ছিলেন চুপ। ইতিমধ্যেই এই ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার প্রেক্ষিতে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক ছাত্রী জানিয়েছেন, “আমরা নিজেদের চেষ্টায় দেশে ফিরতে পেরেছি অথচ সরকার বাহবা পেতে চাইছে।” পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী তরফে পড়ুয়াদের এভাবে মোদি জিন্দাবাদ বলতে বাধ্য করার ঘটনার তীব্র নিন্দা করেছে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

প্রধানমন্ত্রীর সভায় এসে ট্রেনের ধাক্কায় মৃত ৪: সামান্য উল্লেখ মোদির ভাষণে!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় লোক ভরাতে আশেপাশে সব জেলা থেকে লোক জোগাড় করতে হয়েছে বিজেপিকে। কারণ মতুয়া গড়...

হার্দিকের ছক্কায় আহত ক্যামেরাম্যান, চিত্রগ্রাহকের কাছে ছুটে গেলেন ক্রিকেটার নিজেই

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (Ind vs SA T 20 series)৩-১ জিতেছে ভারত। শনিবার গুজরাটের আহমেদাবাদে...

চাকরির পরীক্ষা দেওয়ার ব্যবস্থার নেই বিজেপির ওড়িশায়! রানওয়েতে পরীক্ষার্থীরা

মাত্র ৮ হাজার পরীক্ষার্থীর জন্য পরীক্ষাকেন্দ্র জোগাড় করারও ক্ষমতা নেই মোহন মাঝি পরিচালিত ওড়িশার। ১৮৭টি চুক্তিভিত্তিক পোস্টের জন্য...

‘স্বর্গদর্শন’ করে ১১ মিনিট পর বেঁচে উঠলেন বৃদ্ধা! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল

মৃত্যুর পরে মানুষ কোথায় যায়—স্বর্গে না নরকে? এই প্রশ্নে যুগে যুগে মানুষের কৌতূহল যেমন বেড়েছে, তেমনই বেড়েছে তর্ক-বিতর্কও।...