এবার বেজিংয়ে শীতকালীন প্যারালিম্পিক্স থেকে সরিয়ে ফেলা হল পুতিনের দেশকে

ইউক্রেনের  উপরে আক্রমণের জেরে প্রতি জায়গায় নিন্দিত হচ্ছে রাশিয়া।

যুদ্ধের জের। এবার বেজিংয়ে শীতকালীন প্যারালিম্পিক্স থেকে সরিয়ে ফেলা হল রাশিয়া ও বেলারুশের অ্যাথলিটদের। ইউক্রেনের (Ukraine) উপরে আক্রমণের জেরে প্রতি জায়গায় নিন্দিত হচ্ছে রাশিয়া (Russia)। এমনকি ইউক্রেনের উপরে আক্রমণের পরে ক্রীড়াবিশ্ব থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে পুতিনের দেশ। শুরুতে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা বললেও, পরে সিদ্ধান্ত বদল করলেন তারা।

এই নিয়ে আইপিসির প্রেসিডেন্ট জানিয়েছেন,” কিছুটা বাধ্য হয়েই এটা করা হল! এবং সেটা অলিম্পিক্স ভিলেজে পৌঁছে যাওয়া বেশির ভাগ দেশের প্রতিযোগীদের দাবি মেনে। তাঁরা বলেন  রাশিয়া ও বেলারুশের প্রতিযোগিদের রাখা হলে, গেমস থেকে সরে যাওয়ার। তাই অলিম্পিক্স আয়োজনে বড় সঙ্কট থেকে বাঁচতেই আইপিসির এ হেন মত বদল করল।”

এরপাশাপাশি তিনি আরও বলেন, “বুঝতে পারছি ওই দু’দেশের সরকারের নিষ্ঠুরতার মাশুল অ্যাথলিটদের দিতে হল। আমরা এখনও বিশ্বাস করি, খেলাধুলোর সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলা ঠিক নয়।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Previous articleRussia-Eucraine : ইউরোপের সবথেকে বড় পরমাণু কেন্দ্রে রুশ মিসাইল হামলা, নিন্দা বিশ্বজুড়ে
Next articleযুদ্ধ বন্ধ হোক , পুতিনের সঙ্গে সরাসরি কথা চান জেলেনস্কি