সাময়িক যুদ্ধ বিরতি মানেনি রাশিয়া! লাগাতার গোলাবর্ষণ পুতিনের সেনার

সাময়িক যুদ্ধ বিরতি মানেনি রাশিয়া (Russia- Ukraine Crisis)। ইউক্রেনের শহর মারিউপোলে লাগাতার গোলাবর্ষণ করছে রাশিয়া সেনা বাহিনী। এমনই দাবি ইউক্রেনের প্রেসিন্ডেন্ট জেলেনস্কির দফতরের এক আধিকারিকের। এর পাল্টা দিয়েছে রাশিয়াও।

আরও পড়ুন-সুমিতে আটক পড়ুয়াদের নিয়ে উদ্বিগ্ন সরকার, সেফ করিডোরের জন্য আলোচনা জারি: বিদেশমন্ত্রক

আজভ সাগরের তীরে মারিউপোলের বাসিন্দাদের নিরাপদে দেশ ছাড়ায় সুযোগ দিতে দুই দেশের মধ্যে সমঝোতা মেনে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করেছিল ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। ইউক্রেন সরকারের দাবি, রাশিয়ার সেনাবাহিনী ওই সমঝোতা মানছে না। ফলে স্থগিত রাখা হয়েছে মারিউপোলের নাগরিকদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কাজ।

মারিউপোল ছাড়াও পূর্বের ভলনোভাখা-সহ বিভিন্ন এলাকায় রাশিয়া লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ ইউক্রেন সরকারের। ইউক্রেনের প্রেসিডেন্টের দফতরের আধিকারিক কিরিলো টিমোশেঙ্কো জানান, “সাময়িক যুদ্ধবিরতি মানছে না রাশিয়া। মারিউপোল ও সংলগ্ন এলাকায় লাগাতার গোলা বর্ষণ করছে রাশিয়া।” তিনি বলেন, “সাধারণ মানুষ যাতে নিরাপদে মারিউপোল ছাড়তে পারেন, তা নিশ্চিত করার চেষ্টা করছি আমরা। যুদ্ধবিরতি নিয়ে আমরা রাশিয়ার সঙ্গে আলোচনা চালাচ্ছি।”

আরও পড়ুন-অন এয়ারই রাশিয়ায় গণ ইস্তফা সংবাদমাধ্যম কর্মীদের, বললেন, যুদ্ধে তাঁদের সায় নেই

এর পাল্টা দিয়ে রাশিয়া বলে, শুধু রুশ সেনা গোলাবর্ষণ করেনি। ইউক্রেনের সেনাও হামলা চালিয়েছে। আজ রাশিয়া- ইউক্রেন (Russia- Ukraine Crisis) যুদ্ধের দশম দিন। যুদ্ধ এখনও চলছে। সকালে রাশিয়া সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা করলেও লাগারতার গোলাবর্ষণ করছে পুতিনের দেশ এমনিই অভিযোগ উঠেছে।

 

Previous articleBengal: চণ্ডীগড়ের বিরুদ্ধে তৃতীয় দিনেও দাপট বাংলার
Next articleমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের হাতে পৌঁছচ্ছে পেন, জ্যামিতি বাক্স, কার্ডবোর্ড