মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের হাতে পৌঁছচ্ছে পেন, জ্যামিতি বাক্স, কার্ডবোর্ড

৭ মার্চ অর্থাৎ আগামী সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। জীবনে প্রথম সব থেকে বড় সেই পরীক্ষায় বসতে চলেছে কয়েক লক্ষ পরীক্ষার্থী। তাদের শুভকামনা জানাতে হাওড়ায় মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়িতে পৌঁছে যাচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বাড়ি বাড়ি গিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে দলের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) ছবি সম্বলিত শুভেচ্ছা বার্তা তুলে দিতে শুরু করলেন হাওড়ার তৃণমূল নেতারা। সেইসঙ্গে প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তৃণমূলের পক্ষ থেকে পেন, জ্যামিতি বাক্স ও কার্ডবোর্ডও দেওয়া হয়।

শুক্রবার বালির ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কৈলাস মিশ্র মাধ্যমিক, আইসিএসসি ও সিবিএসসির প্রায় ৩০০ জন পরীক্ষার্থীকে বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা জানিয়ে তাদের শুভকামনা জানিয়ে আসেন। তাদের হাতে ওই উপহার সামগ্রীও তুলে দেওয়া হয়। হাওড়া শহরের বেলগাছিয়া ও সংলগ্ন এলাকায় একইরকমভাবে বাড়ি বাড়ি গিয়ে এরকম শতাধিক পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানান তৃণমূলের প্রাক্তন জেলা (সদর) সভাপতি ভাস্কর ভট্টাচার্য। শনিবার এবং রবিবারও দলের তরফে সমস্ত এলাকার এইরকম পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে।

আরও পড়ুন-সাময়িক যুদ্ধ বিরতি মানেনি রাশিয়া! লাগাতার গোলাবর্ষণ পুতিনের সেনার

যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কৈলাস মিশ্র বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোনার বাংলা গড়তে আগামিদিনে এরাই হবে চালিকাশক্তি।” বারাকপুর ২ নম্বর ব্লকের খড়দহ বিধানসভার বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাজিরহাট শহিদবন্ধু নগর কলোনি এলাকায় ২৭ জন মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ প্রদান করেন বারাকপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য আলমগীর আলি। ছিলেন বারাকপুর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সুপ্রিয়া ঘোষ, যুব তৃণমূল সভাপতি প্রবীর দাস। তাঁরা পরীক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময় করেন।

 

Previous articleসাময়িক যুদ্ধ বিরতি মানেনি রাশিয়া! লাগাতার গোলাবর্ষণ পুতিনের সেনার
Next articleSc EastBengal: আইএসএলের শেষ ম‍্যাচেও হারের মুখ দেখল এসসি ইস্টবেঙ্গল