বেনজির: তৃতীয় লিঙ্গ-সমকামীদের নিয়ে আলাদা শাখা সংগঠন গঠনের প্রস্তাব পাশ জেলা সম্মেলনে

এই প্রথম তৃতীয় লিঙ্গ এবং সমকামী প্রতিনিধিদের নিয়ে পৃথক গণ শাখা সংগঠন গঠনের প্রস্তাব পাশ হল সিপিআইএম-এর কলকাতা জেলা সম্মেলনে।

সদ্য শেষ হল সিপিআইএমের (CPIM) ২৫তম কলকাতা জেলা সম্মেলন। এখানেই এই বিষয়টি নিয়ে আলোচনা করেন অপ্রতিম রায় (Apratim Ray)। আলিপুর ক্যাম্পাসে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে দলের সঙ্গে যুক্ত হন হাওড়ার বাসিন্দা অপ্রতিম। এসএফআই (SFI) থেকে সিপিআইএমের সঙ্গে যুক্ত হওয়া তাঁর। পৃথক সংগঠনের প্রস্তাব উত্থাপন করেন কনীনিকা ঘোষ বসু। মূল ধারার রাজনৈতিক দল হিসেবে প্রথম সিপিআইএম-এ ধরনের প্রস্তাব পাশ হল।

আরও পড়ুন-CPIM: কলকাতা জেলা সম্মেলনের শেষ দিনে বিস্ফোরক স্বীকারোক্তি, কী বললেন সূর্যকান্ত!

সিপিএমের কলকাতা জেলা কমিটির সম্মেলনে এলজিবিটি (LGBT) সংক্রান্ত প্রস্তাব তোলা হয়। এ বিষয়ে আলোচনা করেন এলজিবি কমিউনিটিরই অপ্রতিম রায়। তৃতীয় লিঙ্গ, সমকামী, রূপান্তরকামী, উভকামীদের জন্য শাখা সংগঠনের প্রস্তাব পাশ হয়। দেশের ইতিহাসে এই ঘটনা বেনজির। রাজনৈতিক দলে পুরুষ ও মহিলা সংগঠন থাকলেও, যে জন আছেন মাঝখানে, তাকে নিয়ে ভাবা হয় না বলেই এতদিন অভিযোগ ছিল। সিপিআইএম-র (CPIM) দাবি, দীর্ঘদিন ধরেই তারা এই বিভেদের বিরুদ্ধে লড়ছে। এই প্রস্তাব পাশ নতুন দিশা দেখাবে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

 

Previous articleফের গ্রেনেড হামলা শ্রীনগরে, মৃত এক, আহত বহু
Next articleরাত পোহালেই শুরু মাধ্যমিক, পুলিশি নিরাপত্তার সঙ্গে আর কী কী ব্যবস্থা থাকছে দেখে নিন