ফের একই জায়গায় সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা করল রাশিয়া (Russia)। রবিবার (Sunday), ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টা থেকে ৩টে অবধি যুদ্ধবিরতি (ceasefire) জারি রয়েছে। মারিউপোল ও ভলনোভাকায় করিডর খোলা হয়েছে।

শনিবার, ৫ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। কিন্তু উদ্ধার কাজ বাকি রয়েছে। সেই কারণে এদিন দ্বিতীয় দফায় আড়াই ঘণ্টার যুদ্ধবিরতি (Ceasefire)ঘোষণা করা হয়েছে। মারিওপোল ও ভলনোভাগা এই দুই শহরে যুদ্ধ (War) বিরতিতে উদ্ধার কাজ চলছে।
ভারতীয়দের (Indian) ফেরানোর জন্য সাময়িক সংঘর্ষবিরতির আবেদন জানিয়েছিল কেন্দ্র। তারপরেই শনির পর রবিবার ফের সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়েছে। কিন্তু এখনও অনেক ভারতীয় পড়ুয়াই আটকে ইউক্রেনে। তাঁদের ফেরানোর বিষয়ে মোদি সরকার তৎপর নয় বলে অভিযোগ করেছেন আটকে থাকা পড়ুয়ারা।
