Sunday, August 24, 2025

প্রকাশিত হল ঋদ্ধিমানকে হুমকি দেওয়া সাংবাদিকের নাম, বার্তা বিকৃত করেছে ঋদ্ধি, দাবি ওই সাংবাদিকের

Date:

অবশেষে প্রকাশিত হল ঋদ্ধিমান সাহাকে ( Wriddhiman Saha) হুমকি দেওয়া সাংবাদিকের নাম। আর সেই সাংবাদিক হলেন বোরিয়া মজুমদার (Boria Majumdar)। শনিবারই বোর্ডের ( BCCI) তৈরি করে দেওয়া তিন সদস্যের কমিটির কাছে তাকে হুমকি দেওয়া সাংবাদিকের নাম জানিয়েছেন ঋদ্ধিমান। যদিও সেই সাংবাদিকের নাম প্রকাশ্যে আনেননি বাংলার উইকেটরক্ষক, কিন্তু তার পরেই একটি ভিডিও টুইট করেন বোরিয়া মজুমদার। তার সেই ভিডিওতেই পরিষ্কার যে সেই সাংবাদিক হলেন তিনি, শুধু তাই নয় সেই ভিডিওতে ঋদ্ধির বিরুদ্ধে মানহানির মামলা করার কথা বলেছেন বোরিয়া মজুমদার।

একটি ভিডিও টুইট করে বোরিয়া মজুমদার বলেন,”ঋদ্ধিমান যে স্ক্রিনশট সামনে এনেছে, সেগুলি মিথ্যা, বিকৃত। আমার দেওয়া স্ক্রিনশট দেখুন। ঋদ্ধির স্ক্রিনশটে তারিখ মুছে দেওয়া হয়েছে। বহু বছর ধরে সাংবাদিকতা করছি। একাধিক ক্রিকেটারের সাক্ষাৎকার নিয়েছি। এত বছরে তাদের অনেকেই আমার বন্ধু হয়ে গিয়েছে। ঋদ্ধিমানও তাদের এক জন। ওর অনেক সাক্ষাৎকার নিয়েছি, ওর কলম লিখেছি। কিন্তু আমি বিরক্ত, কারণ ঋদ্ধিমান আমার বার্তা বিকৃত করেছে, সেটা নিজের মতো করে তৈরি করে সকলের সামনে এনেছে। ঋদ্ধি ইচ্ছাকৃত ভাবে বার্তা পাঠানোর তারিখ মুছে দিয়েছেন এবং একটি মিসড কল মাঝখানে জুড়ে দিয়েছেন। উনি বোঝাতে চেয়েছেন যে এটা একই দিনের বার্তা। প্রথমত মিসড কলের সময় সন্ধ্যে সাড়ে সাতটা আর তার আগে পাঠানো বার্তার সময় রাত ১০টা ১৯ মিনিট। দ্বিতীয়ত হোয়াটসঅ্যাপে আলাদা দিনে বার্তা পাঠালে তবেই মাঝে তারিখ আসে। আমার স্ক্রিনশট দেখলেই বোঝা যাবে ঋদ্ধি কীভাবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছেন।”

গত ১৯ ফেব্রুয়ারি একটি টুইট করেন ঋদ্ধি। সেখানে একটি ছবি পোস্ট করেন তিনি। সেই ছবিতে দেখা যায় এক সাংবাদিক ঋদ্ধিকে হুমকি দিচ্ছেন। সেই সাংবাদিকের নাম গত শনিবার বোর্ডের তৈরি করে দেওয়া কমিটিতে জানান ঋদ্ধি। তারপরই টুইট করেন বোরিয়া।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে 'ধূমকেতু', তাতে একটা সাস্কেস পার্টি তো...

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...
Exit mobile version