Friday, November 7, 2025

Atk Mohunbagan: জামশেদপুর এফসির কাছে ১-০ গোলে হেরে লিগ শিল্ড অধরা বাগানের

Date:

Share post:

সোমবার পারল না এটিকে মোহনবাগান (Atk Mohunbagan)। জামশেদপুর এফসির ( Jamshedpur Fc) কাছে ০-১ গোলে হারল জুয়ান ফেরান্ডোর দল। যার ফলে শিল্ড জেতা হল না বাগান ব্রিগেডের। গতবারের মতো এবারও আইএসএলের ( ISL) লিগ পর্বে এক নম্বর দল হয়ে শিল্ড জেতা হল না বাগানের। লিগ শীর্ষে থাকা জামশেদপুর এফসি-র  কাছে ০-১ গোলে হার সবুজ-মেরুনের। বঙ্গসন্তান ঋত্বিক দাসের অনবদ্য ফুটবলের কাছে হার মানল জুয়ান ফেরান্ডোর দল। ৫৬ মিনিটে জামশেদপুরের হয়ে জয়সূচক গোল করে ম্যাচের সেরা আসানসোলের ঋত্বিক। ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে লিগ শিল্ড জিতল জামশেদপুর। ফলে ঋত্বিক-চিমা চুকুরা সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করলেন। ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলে তৃতীয় স্থানে থেকে সেমিফাইনাল খেলবে জুয়ান ফেরান্ডোর দল। লিগ শীর্ষে থাকতে হলে দু’গোলের ব্যবধানে জিততে হত রয় কৃষ্ণাদের। তার জন্য শুরুতেই গোল তুলে নিতে হত। কিন্তু তা হয়নি।

কৃষ্ণা-কাউকো-লিস্টন-মনবীরের চতুর্ভূজ আক্রমণে শুরু থেকে ছন্দে থাকা জামশেদপুর রক্ষণকে চাপে রাখে সবুজ-মেরুন। কিন্তু লিগে এক নম্বর হওয়ার অঙ্কে এগিয়ে থাকায় ওয়েন কোয়েলের দল শুরু থেকে সাবধানী ফুটবল খেলে। প্রথমার্ধে কৃষ্ণা, লিস্টন গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। পাল্টা আক্রমণে জামশেদপুরের চিমা চুকু বার দুয়েক গোল মুখ প্রায় খুলে ফেলেছিলেন। দ্বিতীয়ার্ধে জামশেদপুরের ঋত্বিক কার্যত একাই ম্যাচের রং বদলে দিলেন। ৫৬ মিনিটে ঋত্বিক অসাধারণ একটি গোলে জামশেদপুরকে এগিয়ে দেন। সেই গোলেই লিগ শিল্ড জিতল জামশেদপুর।

আরও পড়ুন:Surajit Sengupta: ইস্টবেঙ্গল ক্লাবে আয়োজিত হল সুরজিৎ সেনগুপ্তের স্মরণসভা

 

spot_img

Related articles

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...