সিপিএম ভোলাতে চায়, মনে করিয়ে দিচ্ছি

পরিসংখ্যানটা দেখুন…. তাহলেই বুঝতে পারবেন!
দরজা বন্ধ করে ছাপ্পা কাকে বলে 😄

২০০৫ পৌর নির্বাচন…..
ব্যারাকপুর পৌরসভা , মোট আসন ২৪
ফলাফল : ২৪ – ০
সিপিআইএম ২২, সি পি আই ১, আর এস পি ১
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ৩, ৯ ও ১৬ নম্বর ওয়ার্ড
বর্তমান ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী উত্তম দাস, সেই সময় ৪ নম্বর ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। পারেননি, সেইদিন ৮৪ শতাংশ ছাপ্পাভোটে ২৫০০ এরও বেশী ভোটে হেরেছিলেন, এই বার ওই ওয়ার্ডে যদি ৮০ শতাংশ ভোট পড়ে, আপনি সেটিকে ছাপ্পা বলবেন ???

প্রায় সব ওয়ার্ডেই সেদিন বামপ্রার্থীরা পেয়েছিলেন ৮৪ শতাংশের উপরে ভোট… সৌজন্যে : অমিতাভ নন্দী ।

আরও পড়ুন:International Women’s Day: আজ আন্তর্জাতিক নারী দিবস, কেন পালিত হয় দিনটি?

কামারহাটি পৌরসভা , মোট আসন ৩৫
ফলাফল: ৩৫ – ০
সিপিআইএম ৩১, সি পি আই ৩ , আর এস পি ১
৭৪ শতাংশের কাছাকাছি ছাপ্পা ভোটে বিরোধীশূন্য পৌরসভা গঠন করেন, কি বলবেন মানুষের ভোট ??

বরাহনগর পৌরসভা, ৭৩ শতাংশ ভোট
বামফ্রন্ট ২৮ ,তৃণমূল ৩
কি বলবেন মানুষের ভোটের প্রতিফলন ??
তালাবন্ধ করে ভোট হয়ে ছিল….
সারাদিন পুলিশের দেখা পাওয়া যায়নি…

টিটাগর পৌরসভা, খরদা পৌরসভা থেকে শুরু করে গোটা ব্যারাকপুর ছিল সেদিন ছাপার উৎসব…

নৈহাটি পৌরসভা ২৮ – o, বিরোধী শুন্য
প্রায় প্রতি ওয়ার্ডে ৯০ শতাংশের উপরে ভোট, মানুষ দিয়েছিল না ভূতে ???

উল্লেখযোগ্য ঘটনা ১ নম্বর ওয়ার্ড…
৯৬ শতাংশ ভোট পড়েছিল
সিপিআইএম পেয়েছিল ৩৩০০ র উপরে ভোট
তৃণমূলের তীর্থ রায় পেয়েছিল ১০০ টি ভোট 😄
হাস্যকর ……
কাঁচড়াপারায় নাকি কোনো কোনো ওয়ার্ডে ৯৮ শতাংশ ভোট পড়েছিল বলে শুনেছি 😆😆😆😆
আর বেশী গভীরে গেলাম না…..

এমন অনেক ওয়ার্ড ছিল যেখানে তৃণমূল প্রার্থীদের কপালে ৫০ টি ভোটও জোটেনি… 😊 তাই বললাম

#সিপিআইএমভুলতেচায়,#আমরাভুলতেদেবনা

আরো পরিসংখ্যান আছে, লাগলে দেব

-(সংগৃহীত)

Previous articleInternational Women’s Day: আজ আন্তর্জাতিক নারী দিবস, কেন পালিত হয় দিনটি?
Next articleপুরনো দফতরে ফিরহাদ, অর্থ দফতরের স্বাধীন দায়িত্বে চন্দ্রিমা