Tuesday, November 4, 2025

শেষ হবে যুদ্ধ? ২২ দিনের মাথায় যুদ্ধ বিরতির জন্য শর্ত রাখল রাশিয়া

Date:

Share post:

এবার কি শেষ হবে রাশিয়া- ইউক্রেন যুদ্ধ (Russia- Ukraine War)? বুধবার আরও একবার আলোচনায় বসেছিলেন দুই দেশের প্রতিনিধিরা। সেখানে আবার রাশিয়া দুটি শর্ত রাখে। সেই শর্তগুলি ইউক্রেন মেনে নিলে বন্ধ হতে পারে যুদ্ধ।

কিভ ইন্ডিপেন্ডেন্টের (Kyiv Indipendent) দাবি, যদি ইউক্রেন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গাাইজেশন বা (NATO) সদস্য হওয়ার আশা পরিত্যাগ করে এবং নিজেদের সশস্ত্র বাহিনীকে সীমাবদ্ধ রাখতে রাজি হয়, তবেই রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করবে। এবং ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করে নেবে পুতিনের দেশ।

আরও পড়ুন: মর্গে জায়গা নেই, এবার কন্টেনারে রাখা হচ্ছে কোভিডের মৃতদেহ

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, ইউক্রেনের (Russia- Ukraine War) উপরে আক্রমণ চালিয়ে রাশিয়া নিজেদের শক্তি জাহির করতে সক্ষম হলেও, দেশের অর্থনীতি ক্রমশ ভেঙে পড়ছে। একের পর এক দেশ আর্থিক অনুদান, তহবিল বন্ধ করায় একদিকে যেমন অর্থনীতিতে ধস নেমেছে, তেমনই আবার হেগের আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে রাশিয়াকে যথাসম্ভব শীঘ্রই ইউক্রেনের উপরে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

যুদ্ধের ২২তম দিনেও ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত। মারিউপোলে থিয়েটার হলে গোলাবর্ষণ করে চলেছে পুতিন- সেনা। রুশ হামলার হাত থেকে বাঁচতে ওই থিয়েটার হলে আশ্রয় নিয়েছিলেন হাজারখানেক মানুষ। ধ্বংসস্তূপের নীচে বহু মানুষের চাপা পড়ে রয়েছেন। বহু মারা গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, এখনও দুই দেশের প্রতিনিধিদের মধ্যে ভিডিও কনফারেন্সে চলছে আলোচনা। এমনটাই জানালেন রাশিয়ার বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা। সামরিক, রাজনৈতিক এবং মানবিক বিষয়গুলি নিয়ে দু’পক্ষের মধ্যে চলছে আলোচনা।



spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...