Narendra মোদি : বিশ্বের তাবড় রাষ্ট্রনায়ককে হারিয়ে জনপ্রিয়তম নেতার শিরোপা পেলেন মোদি

এই মুহূর্তে বিশ্বের জনপ্রিয়তম রাষ্ট্রনায়কের নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সম্প্রতি একটি মার্কিন সমীক্ষা রিপোর্টে এমনই তথ্য প্রকাশ পেয়েছে। সেখানে জানা গিয়েছে বিশ্বের ১২ রাষ্ট্রনায়ককে হারিয়ে মোদি এই সম্মান ছিনিয়ে এনেছেন। এই তালিকায় নরেন্দ্র মোদি এক নম্বরে। আর সপ্তম স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আমেরিকার সংস্থা মর্নিং কনসাল্ট নিয়মিতভাবে বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রনায়কদের গ্রহণযোগ্যতা নিয়ে সমীক্ষা চালায়। প্রতি এক সপ্তাহ অন্তর এই সমীক্ষাটি হয়। এবারের সমীক্ষা অনুসারে ৭৭ শতাংশ সমর্থন পেয়ে তালিকার একেবারে শীর্ষে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৬৩ শতাংশ সমর্থন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর লোপেজ ওবারডার । তৃতীয় স্থানে ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। আর সপ্তম স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যে কোনও দেশের সাবালক নাগরিকদের কাছ থেকে প্রাপ্য তথ্যের উপর নির্ভর করে এই সমীক্ষা রিপোর্ট তৈরি হয়েছে। তথ্য সংগ্রহের কাজের পুরো প্রক্রিয়াটাই হয়েছে অনলাইন পদ্ধতিতে ।

 

Previous articleWHO update: কেন বাড়ছে করোনা, কারণ জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
Next articleMetro: নববর্ষে শিয়ালদহ থেকে মেট্রো! বদলাতে পারে East West Metro এর সময়সূচি