ফের হেঁসেলে আগুন! একলাফে ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, দামি পেট্রোল-ডিজেলও

আশঙ্কামতোই পাঁচ রাজ্যের ভোট মিটতেই বাড়ল জ্বালানির দাম। একলাফে ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। রান্নার গ্যাসের (১৪ কেজি) দাম ৫০ টাকা বাড়ল। বানিজ্যিক রান্নার গ্যাসের (১৯ কেজি) দাম কমল ৮ টাকা। ৫০ টাকা দাম বেড়ে ঘরোয়া রান্নার গ্যাসের (১৪ কেজি) নয়া দাম হল ৯৭৬ টাকা এবং বানিজ্যিক রান্নার গ্যাসের (১৯ কেজি) দাম ৮ টাকা কমে হল ২০৮৭ টাকা।

অন্যদিকে প্রায় তিন মাস পর ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। লিটার প্রতি ৮৩ পয়সা বাড়েছে দাম। লিটার প্রতি ৮৩ পয়সা বেড়ে পেট্রোলের নয়া দাম হল ১০৫ টাকা ৫১ পয়সা এবং ডিজেলের নয়া দাম হল ৯০ টাকা ৬২ পয়সা। সোমবার মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন মূল্য, জানাল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন- মনোনয়নের বাকি মাত্র ২দিন, বালিগঞ্জ-আসানসোলে এখনও প্রার্থী দিতে পারলো না কংগ্রেস

Previous articleমহামেডান মাঠেই বসেই সাদা-কালো ব্রিগেডের ম‍্যাচ দেখলেন ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ইরফান পাঠান
Next articleহাটে হাঁড়ি ভাঙার নিদান, এবার পুলিশ কর্তার নিশানায় শুভেন্দু