মহামেডান মাঠেই বসেই সাদা-কালো ব্রিগেডের ম‍্যাচ দেখলেন ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ইরফান পাঠান

মার্কাসের গোলেই জয় মহামেডানের। লিগের লাস্ট বয় মহারাষ্ট্রের ক্লাব কেঙ্করে এফসি-কে ১-০ গোলে হারিয়ে দিল সাদা-কালো শিবির।

মহামেডান( Mohammedan) মাঠেই বসেই সাদা-কালো ব্রিগেডের ম‍্যাচ দেখলেন ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ইরফান পাঠান (Irfan Pathan)। ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে সোমবারই প্রথম মহামেডান তাঁবুতে আসেন  ভারতীয় প্রাক্তন এই অলরাউন্ডার। ক্লাব মাঠে বসেই আই লিগে দলের ম্যাচ দেখলেন ইরফান। মহামেডান ক্লাবে আসেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

এদিকে মহামেডানও আগের ম্যাচ হারের পর ষষ্ঠ ম্যাচে জয়ে ফিরল। লিগের লাস্ট বয় মহারাষ্ট্রের ক্লাব কেঙ্করে এফসি-কে ১-০ গোলে হারিয়ে দিল সাদা-কালো শিবির। দলের হয়ে জয়সূচক গোলটি করেন সেই মার্কাস জোশেফ। ম্যাচের পর ম্যাচ তিনিই পরিত্রাতা। লিগে আট গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে মার্কাস। জিতলেও খুব সাদামাটা ফুটবল খেলল ময়দানের অন্যতম প্রধান। একাধিক গোলের সুযোগও নষ্ট করে মহামেডান। মার্কাসের গোলে কষ্টার্জিত জয় এলেও পরের ম্যাচের আগে দলের সার্বিক পারফরম্যান্স চিন্তায় রাখছে দলের রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশভকে। কারণ, পরের ম্যাচটাই গতবারের চ্যাম্পিয়ন গোকুলাম এফসি-র বিরুদ্ধে। এই জয়ের ফলে ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান মজবুত করল মহামেডান।

আরও পড়ুন:Lakshya Sen: সুইস ওপেন থেকে সরে দাঁড়ালেন লক্ষ‍্য সেন

 

 

Previous articleমনোনয়নের বাকি মাত্র ২দিন, বালিগঞ্জ-আসানসোলে এখনও প্রার্থী দিতে পারলো না কংগ্রেস
Next articleফের হেঁসেলে আগুন! একলাফে ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, দামি পেট্রোল-ডিজেলও