কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার জন্য আমি দায়ী হলে আমায় ফাঁসি দিন: ফারুক আবদুল্লাহ

দ্য কাশ্মীর ফাইলস(the Kashmir files) সিনেমায় কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার যে ভয়াবহ ছবি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে। সিনেমাতেই বারবার উঠে এসেছে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ(Farooq Abdullah) বিতর্কিত চরিত্র। সিনেমায় দেখা গিয়েছে ভয়াবহ নরসংহারের আঁচ পেয়েও শুধু নীরব থাকা নয়, জঙ্গিদের সমর্থন জুয়েছিলেন তিনি। বিতর্ক যখন তুমুল আকার ধারণ করেছে ঠিক সেই সময় মুখ খুললেন প্রবীণ এই রাজনীতিবিদ। তিনি জানালেন, যদি কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার জন্য তিনি দায়ী হয় তাহলে তাঁকে ফাঁসিতে ঝোলানো হোক।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাশ্মীরের প্রবীণ রাজনীতিবিদ বলেন, “আসল সত্যিটা তখনই জানা যাবে যখন কোনও সৎ বিচার কমিটি নিয়োগ করা হবে। তখনই সবাই জানতে পারবে কারা দায়ী। যদি ফারুক আবদুল্লা দোষী সাব্যস্ত হয় তাহলে দেশের যে কোনও প্রান্তে তাকে ফাঁসিতে ঝোলানো হোক। আমি সেই বিচারের মুখে পড়তে রাজি আছি। কিন্তু যাঁরা দোষী নন, তাঁদের দায়ী করা বন্ধ হোক।” একইসঙ্গে তিনি আরো যোগ করেন, “আমি মনে করি না আমি দোষী। যদি মানুষ তেতো সত্যিটা জানতে চান, তাহলে তাঁরা বরং সেই সময় ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধানের সঙ্গে কথা বলুন। কিংবা কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ যিনি সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তাঁর সঙ্গেও কথা বলা যেতে পারে।” পাশাপাশি দ্য কাশ্মীর ফাইলস সিনেমাকে সম্পূর্ণরূপে প্রোপাগান্ডা মূলক ছবি বলেও তোপ দাগতে ছাড়েননি কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Previous articleবিধ্বস্ত ইউক্রেন, আবার পুতিনকে বৈঠকে বসার আবেদন জেলেনস্কির
Next articleদিল্লির তিনটি কর্পোরেশনকে একত্রিত করার বিল অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা