Sunday, January 11, 2026

৩১ মার্চের আগে সেরে রাখুন এই কাজগুলি, নাহলে সমস্যায় পড়তে হতে পারে

Date:

Share post:

আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হতে চলেছে নয়া অর্থবর্ষ। আর সেই সঙ্গেই কার্যকরী হচ্ছে একাধিক নিয়ম। যেসব ব্যাঙ্কে অন্যান্য ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হয়েছে, সেগুলির ক্ষেত্রে বিভিন্ন নিয়মে আসছে পরিবর্তন। যার মধ্যে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। সেখানেও একাধিক নিয়মে বদল আসছে। তাই ৩১ মার্চের মধ্যেই সেরে নিন ব্যাঙ্কের যাবতীয় কাজ। নাহলে বিপদে পড়তে পারেন আপনিও। সেইসঙ্গে ভারতের বৃহত্তম ব্যাঙ্কও কিছু শর্ত লাঘু করেছে।এগুলি হল-

ফের গ্রাহকদের সতর্ক করে বার্তা জারি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ৩১ মার্চের মধ্যে PAN Card-এর সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে বলেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।স্টেট ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, প্রতিষ্ঠানের অবিচ্ছিন্ন পরিষেবা পেতে PAN-Aadhaar link করতেই হবে গ্রাহককে। নতুবা সমস্যা বাড়বে স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই এই বিষয়ে ট্যুইট করেছে SBI।

আরও পড়ুন:চলতি মাসেই পরপর ৪ দিন বন্ধ ব্যাঙ্ক! শীঘ্রই সেরে ফেলুন যাবতীয় কাজ

ব্যাঙ্ক জানিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই কাজ না করলে ভুগতে হবে গ্রাহকদের। সেই ক্ষেত্রে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড। এমনকী কিছু বিশেষ লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড ইন্যাক্টিভ থাকার ফলে অসুবিধা হবে গ্রাহকদেরই।

এছাড়াও যে কাজগুলি সেরে রাখতে হবে সেগুলি হল-

ট্যাক্স সেভিং অপশন’-র সুযোগ
চলতি অর্থবর্ষে (২০২১-২২) যাঁরা পুরনো কর কাঠামোর আওতায় কর দিতে চলেছেন, তাঁরা ৩১ মার্চ পর্যন্ত ‘ট্যাক্স সেভিং অপশন’ পাবেন। অর্থাৎ করদাতাদের নিশ্চিত করতে হবে, তাঁরা বিভিন্ন ধারার আওতায় যে ছাড় পান, তার সুবিধা নিতে হবে।

লেট ফাইন’ দিয়ে আয়কর রিটার্ন জমা
২০২১-২২ অ্যাসেসমেন্ট ইয়ারের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে গিয়েছে। তবে নিয়ম অনুযায়ী, আয়কর আইনের ওই ধারার আওতায় চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত জরিমানা দিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করা যেতে পারে। যদিও কারও বার্ষিক আয় পাঁচ লাখ টাকার কম হয়, তাহলে তাঁকে ১,০০০ টাকা জরিমানা দিতে হবে। তবে যাঁদের বার্ষিক আয় ২.৫ লাখ টাকার কম, তাঁদের কোনও ‘লেট ফাইন’ দিতে হবে না।


পোস্ট অফিসের ক্ষেত্রে এই কাজটা করতে হবে

পোস্ট অফিসে আপনার যদি পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), ন্যাশনাল পেনশন স্কিম (এনপিসি) এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা (এসএসআই) অ্যাকাউন্ট থাকে, তাহলে ৩১ মার্চের মধ্যে টাকা দিতে হবে। যদি ইতিমধ্যে টাকা জমা দিয়ে থাকেন, তাহলে কোনও সমস্যা নেই। তবে চলতি অর্থবর্ষে এখনও টাকা না দিয়ে থাকলে আগামী ১২ দিনের মধ্যে টাকা দিতে হবে। নাহলে জরিমানা গুনতে হবে গ্রাহকদের।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...