Rampurhat Fire: রাজনৈতিক ফায়দা তুলতে রামপুরহাটে সিপিএম নেতা মহম্মদ সেলিম

নির্বাচনের ঠিক আগে প্রচারে দেখা গেলেও সারাবছর কোনওদিনই জনগণের পাশে থাকতে দেখা যায় না। কিন্তু মঙ্গলবার রামপুরহাট অগ্নিকাণ্ডে রাজনীতির ফায়দা তুলতে বুধবার সকালেই দেখা গেল সিপিএম নেতা মহম্মদ সেলিমকে। সোমবার বিকেলে তৃণমূল উপ-প্রধান ভাদু শেখের মৃত্যুর পরও কোনও সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতেও দেখা যায়নি তাঁকে। কিন্তু রামপুরহাট অগ্নিকাণ্ডের পর রাজনৈতিক রঙ লাগাতে মঙ্গলবার দুপুর থেকেই সুর চড়াতে দেখা গেল সিপিএম নেতাকে। বুধবার বকটুই পৌঁছে বললেন, ‘ভাইয়ের কষ্টে পাশে দাঁড়াব না?’

আরও পড়ুন: Fire: হায়দরাবাদে বিধ্বংসী আগুন, মৃত ১১



সোমবার রাতে বীরভূমের বীরভূমের রামপুরহাটের বকটুই গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও রাজনৈতিক দ্বন্দ্ব নেই বলে সাফ জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি। তারপরও সিপিএম নেতা দূষলেন বিরোধীদেরই। কিন্তু রবিবারের বোমা মেরে তৃণমূল উপ-প্রধান ভাদু শেখের মৃত্যু প্রসঙ্গে একটিও বাক্যব্যয় করলেন না মহম্মদ সেলিম।

Previous articleবোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে দিল্লি, তালিবানের হুমকিতে সতর্কতা রাজধানীতে
Next articleKunal: রামপুরহাটের যাওয়ার নামে হাইওয়েতে বিজেপি-র ‘পিকনিক’, টুইটে ভিডিও ফাঁস কুণালের