Saturday, May 3, 2025

Salman Khan:শিরোনামে সলমন! এবার আদালতের সমন গেল ভাইজানের কাছে

Date:

Share post:

বলিউডের (Bollywood) ‘দাবাং'(Dabang) ভাইজান সলমন খান (Salman Khan)আবার আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে চলেছেন। আন্ধেরি ম্যাজিস্ট্রেট আদালত(Andheri Magistrate Court) থেকে সমন পাঠানো হলো সলমন খানকে। ৫ এপ্রিল তাঁকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। কিন্তু কেন? জানা যাচ্ছে সাংবাদিক(journalist) পেটানোর অভিযোগে এই সমন তাঁর বিরুদ্ধে ।

The Kashmir Files:ব্যবসা কমল ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির, আক্ষেপ করলেন ছবির পরিচালক

সলমন খান এই নামটার সাথে বিতর্ক যেন ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। ফের আইনি বিপাকে সলমন খান (Salman Khan)। সলমনের নামে এমনিতেই একাধিক মামলা চলছে আদালতে, এসবের মধ্যেই ফের একবার আইনি সমস্যায় জড়ালেন ভাইজান। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর আর খান মঙ্গলবার তাঁর আদেশে জানান, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৫০৪ (শান্তি ভঙ্গের) এবং ৫০৬ (ভয় দেখানো) এর অধীনে ফৌজদারি মামলা জারি করা হয়েছে। ২০১৯ সালে সাংবাদিক অশোক পাণ্ডে সলমন খান ও দেহরক্ষী নওয়াজ শেখের বিরুদ্ধে হুমকি ও ভয় দেখানোর অভিযোগ আনেন। ঘটনার বিবরণে জানা ২০১৯ সালের ২৪ এপ্রিল, সলমন খান তাঁর দুই দেহরক্ষীর সঙ্গে সাইকেল চালাতে ব্যস্ত ছিলেন। আর সেইসময় গাড়িতে ক্যামেরাপার্সনদের সঙ্গে ছিলেন অশোক। সাংবাদিকের কথায়, সলমনের দেহরক্ষীদের অনুমতি নিয়েই তিনি ছবি তুলতে শুরু করেন। কিন্তু, এতে হঠাৎই রেগে যান ভাইজান। তারপরই তাঁর দেহরক্ষীরা অশোককে মারধর করেন। অভিনেতা নিজেও ওই সাংবাদিককে মারধোর করে মোবাইল ফোন কেড়ে নিয়েছিলেন । এমনকি ওই সাংবাদিককে হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।

এই ঘটনার পরে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ সেই অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ। তাঁকে বারবার বলা হয়েছিল কোনও অপরাধই নাকি ঘটেনি। এরপরই তিনি আদালতে যান। আদালতের পক্ষ থেকে স্থানীয় থানাকে পুরো বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়। করোনার জন্য মামলাটির শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়েছিল। এখন আবার পরিস্থিতি ঠিক হয়ে যাওয়ায় ফের শুনানির দিন ধার্য করা হয়েছে।

তবে তিনি সলমন খান তাই মামলা যতই চলুক তিনি ভাইজান। তেলুগু ছবির সুপারস্টার চিরঞ্জীবীর আগামী ছবি ‘গডফাদার’-এ দেখা যাবে তাঁকে, আপাতত সেই নিয়েই ব্যস্ত তিনি।

 

spot_img

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...