ফের ধাক্কা খেলো শেয়ারবাজার, ৮৯ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৫৭,৫৯৫.৬৮ (⬇️ -০.১৫%)

🔹নিফটি ১৭,২২২.৭৫ (⬇️ -০.১৩%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে ক্রমশ নিচের দিকে নামছে দেশের শেয়ারবাজার। মাঝে কিছুটা ঊর্ধ্বমুখী হলেও সেই ধারা অব্যাহত রেখে বৃহস্পতিবার সামান্য হলেও নিম্নমুখী হলো সেনসেক্সের সূচক। এদিন ৮৯ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি নেমেছে ২২ পয়েন্ট। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৮৯.১৪ পয়েন্ট বা -০.১৫ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৭,৫৯৫.৬৮। এনএসই নিফটি (NSE Nifty) -২২.৯০ পয়েন্ট বা -০.১৩ শতাংশ নেমে হয়েছে ১৭,২২২.৭৫।

Previous articleরাষ্ট্রসঙ্ঘে রাশিয়ার আনা প্রস্তাবেও ভোট দিল না ভারত, নয়াদিল্লির অবস্থানে খুশি আমেরিকা
Next articleBreakfast News:ব্রেকফাস্ট নিউজ