মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বগটুই গ্রামের বাসিন্দারা বাড়িতে

রামপুরহাটের বগটুই অগ্নিকাণ্ডের পর থেকেই থমথমে গোটা গ্রাম। কিন্তু নিহতদের ‘ইনসাফ’দিতে ঘটনাস্থলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবেন, দেখা করবেন নিহতদের পরিবারের সঙ্গে। পাশাপাশি নিজে দাঁড়িয়ে থেকে দেখবেন তদন্তের গতিপ্রকৃতিও। তাই আতঙ্কে গ্রামছাড়া নিহতদের পরিবারেরা একে একে ফিরছেন গ্রামে। ফিরেছেন নিহত উপপ্রধান ভাদু শেখের পরিবারও।এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্যই অপেক্ষা করছেন তাঁরা। তাঁদের বক্তব্য,মুখ্যমন্ত্রীর উপর সম্পূর্ণ আস্থা রয়েছে।

আরও পড়ুন: বৃহত্তর চক্রান্ত রুখতে ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে আজ রামপুরহাটে মুখ্যমন্ত্রী



ইতিমধ্যেই হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে  রামপুরহাটের দিকে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছবেন তিনি। অন্যদিকে বগটুই গ্রামে জ্ঞানবন্ত সিং-এর নেতৃত্বে তিন সদস্যের সিটের এর টিমও পৌঁছেছে। চলছে নিরপেক্ষ তদন্ত।

Previous articleসর্বকালীন রেকর্ড গড়ল আন্টার্কটিকা, পুড়ছে দক্ষিণ মেরু
Next articleCorona update: বিধিনিষেধ উঠছে, সংক্রমণের গ্রাফ ফের উর্ধ্বমুখী