ফের ধাক্কা খেলো শেয়ারবাজার, ২৩৩ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৫৭,৩৬২.২০ (⬇️ -০.৪১%)

🔹নিফটি ১৭,১৫৩.০০ (⬇️ -০.৪০%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে ক্রমশ নিচের দিকে নামছে দেশের শেয়ারবাজার। মাঝে কিছুটা ঊর্ধ্বমুখী হলেও সেই ধারা অব্যাহত রেখে শুক্রবার ফের নিম্নমুখী হলো সেনসেক্সের সূচক। এদিন ২৩৩ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি নেমেছে ৬৯ পয়েন্ট। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -২৩৩.৪৮ পয়েন্ট বা -০.৪১ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৭,৩৬২.২০। এনএসই নিফটি (NSE Nifty) -৬৯.৭৫ পয়েন্ট বা -০.৪০ শতাংশ নেমে হয়েছে ১৭,১৫৩.০০।

Previous articleপ্রচারের ইচ্ছে থাকলেও তালিকায় বাদ লকেট: ফের অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত বিজেপিতে
Next articleখবরের নামে টাকা নেওয়ার অভিযোগ, ধৃত ভূয়ো সাংবাদিক