CSK: এটাই কি ধোনির শেষ আইপিএল? কী বললেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন?

কেন নিজের নেতৃত্বের ভার রবীন্দ্র জাদেজাকে তুলে দিলেন ধোনি? সেই নিয়েও মুখ খুলেছেন বিশ্বনাথন।

এটাই কী মহেন্দ্র সিং ধোনির (Ms Dhoni) শেষ আইপিএল (IPL)? গতকাল চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার পর থেকেই এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ক্রিকেট মহলে। আর এই প্রশ্ন নিয়ে এবার মুখ খুললেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। বললেন, এখনই আইপিএল থেকে অবসর নিচ্ছেন না ধোনি।

এদিন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিএসকে সিইও কাশী বিশ্বনাথন বলেন,” আমার মনে হয় না এটা ওর শেষ মরশুম। ও আরও খেলবে। এখনই শেষ নয়।”

কেন নিজের নেতৃত্বের ভার রবীন্দ্র জাদেজাকে তুলে দিলেন ধোনি? সেই নিয়েও মুখ খুলেছেন বিশ্বনাথন। তিনি বলেন, “আমরা বরাবর ধোনির সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। আমাদের কাছে ও শক্তির স্তম্ভ ছিল এবং আগামী দিনেও থাকবে। জাদেজা ছাড়াও বাকিদের ও সাহায্য করবে। যাতে মসৃণ ভাবে নিজের দায়িত্ব জাদেজার হাতে তুলে দিতে পারে, তাই জন্যেই এই সিদ্ধান্ত ও নিয়েছে। অধিনায়ক এবং ক্রিকেটার হিসেবে বরাবর সিএসকেকে ভালবেসেছে ধোনি। সিএসকের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে ও।”

আরও পড়ুন:সুইস ওপেনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু এবং কিদম্বি শ্রীকান্ত

 

Previous articleঅপারেশন শুরুর মুহূর্তেই ওটিতে ভয়াবহ আগুন, আতঙ্ক হাসপাতালে
Next articleEntertainment:’গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ দেখার জন্য সিনেমা হল বুক করলেন এক পাকিস্তানি ফ্যান