Sunday, January 11, 2026

প্রচারের ইচ্ছে থাকলেও তালিকায় বাদ লকেট: ফের অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত বিজেপিতে

Date:

Share post:

১২ এপ্রিল রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচন(Bypoll election)। ইতিমধ্যেই এই দুই কেন্দ্রে প্রচারের উদ্দেশ্যে স্টার প্রচারকের(star campaigner) তালিকা প্রকাশ করেছে বিজেপি(BJP)। ইচ্ছে থাকলেও সে তালিকায় জায়গা হয়নি লকেট চট্টোপাধ্যায়ের(Locket Chatterjee)। নেতৃত্বের এহেন সিদ্ধান্তে ফের বিজেপিতে দেখা যাচ্ছে অন্তর্কলহের চরম পরিস্থিতি। নেতৃত্বের এহেন সিদ্ধান্তে মোটেও খুশি নন খোদ লকেট চট্টোপাধ্যায়।

জানা গিয়েছে, বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা এই দুই কেন্দ্রে প্রচারে যাওয়ার ইচ্ছার কথা আগেই নেতৃত্বকে জানিয়ে রেখেছিলেন লকেট। সংসদ অধিবেশন চলার জেরে বর্তমানে তিনি দিল্লিতে থাকলেও রাজ্য সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাত এবং রাজ্য সহ-সভাপতি অর্জুন সিংকে জানিয়েছিলেন, সংসদে অধিবেশন চললেও ছুটির দিনগুলিতে তিনি কলকাতা ও আসানসোলে গিয়ে প্রচারে নামবেন। তারপরও তার নাম বাদ পড়ায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গে বিশ্ব বাংলা সংবাদ এর তরফ এ লকেট চট্টোপাধ্যায় সঙ্গে যোগাযোগ করা হলে রীতিমতো ক্ষুব্ধ সুরে তিনি জানান, “প্রচারকদের তালিকা থেকে আমাকে কেন বাদ দেওয়া হল সেটা যিনি তালিকা তৈরি করেছেন তিনিই বলতে পারবেন। এ প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তবে হ্যাঁ আমি প্রচারে যাওয়ার ইচ্ছের কথা জানিয়ে ছিলাম। তবে দল কেন তালিকা থেকে আমায় বাদ দিল আমি জানি না।”

আরও পড়ুন:Ravi Shastri: ‘বিসিসিআইয়ের যুক্তিহীন সংবিধানের জন‍্য আইপিএলে ধারাভাষ‍্য দিতে পারেনি’ বললেন শাস্ত্রী

তবে রাজ্য রাজনীতিতে লকেটকে এভাবে সাইডলাইনে ফেলে দেওয়ার পেছনে বিজেপি সূত্রে জানা যাচ্ছে, রাজ্যে ক্ষমতাশীল একাংশের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছে লকেট চট্টোপাধ্যায়ের। এর আগেও রাজ্যে একাধিক কর্মসূচিতে বাদ দেওয়া হয়েছিল লকেটকে। অথচ জাতীয় ক্ষেত্রে যদি দেখা যায় উত্তরাখণ্ডের দায়িত্ব পাওয়ার পর সফলভাবে তা পালন করেছেন লকেট চট্টোপাধ্যায়। কার্যত ইতিহাস গড়ে দ্বিতীয় বার বিজেপির দখলে গিয়েছে উত্তরাখণ্ড। তবে লকেট চট্টোপাধ্যায় এহেন উত্থান মোটেই ভালো চোখে দেখছে না রাজ্য নেতৃত্বের একাংশ। যার জেরেই রাজ্যে ক্ষমতাশীল একাংশের সঙ্গে দূরত্ব বেড়েছে লকেটের। শুধু তাই নয়, দেখা গিয়েছে বিক্ষুব্ধ পুরনো বিজেপি নেতৃত্বের সঙ্গে লকেটের ঘনিষ্ঠতা। বারবার তাদেরকে নিয়ে বৈঠকেও বসেছেন তিনি। যার জেরেই রাজ্যের কোনো কর্মসূচিতে সেই শীর্ষ নেতৃত্বদের অঙ্গুলিহেলনে লকেট চট্টোপাধ্যায়কে সাইড লাইনে ফেলে দেওয়া হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

আর কতদিন BLO-দের মোমবাতি মিছিল: জবাব চেয়ে নির্বাচন কমিশন দফতরের বাইরে বিক্ষোভ

একের পর এক মৃত্যু অব্যাহত। কেউ কাজের চাপে অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। কেউ আত্মঘাতী হতে বাধ্য হচ্ছেন। অথচ...

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...