Thursday, December 18, 2025

প্রচারের ইচ্ছে থাকলেও তালিকায় বাদ লকেট: ফের অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত বিজেপিতে

Date:

Share post:

১২ এপ্রিল রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচন(Bypoll election)। ইতিমধ্যেই এই দুই কেন্দ্রে প্রচারের উদ্দেশ্যে স্টার প্রচারকের(star campaigner) তালিকা প্রকাশ করেছে বিজেপি(BJP)। ইচ্ছে থাকলেও সে তালিকায় জায়গা হয়নি লকেট চট্টোপাধ্যায়ের(Locket Chatterjee)। নেতৃত্বের এহেন সিদ্ধান্তে ফের বিজেপিতে দেখা যাচ্ছে অন্তর্কলহের চরম পরিস্থিতি। নেতৃত্বের এহেন সিদ্ধান্তে মোটেও খুশি নন খোদ লকেট চট্টোপাধ্যায়।

জানা গিয়েছে, বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা এই দুই কেন্দ্রে প্রচারে যাওয়ার ইচ্ছার কথা আগেই নেতৃত্বকে জানিয়ে রেখেছিলেন লকেট। সংসদ অধিবেশন চলার জেরে বর্তমানে তিনি দিল্লিতে থাকলেও রাজ্য সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাত এবং রাজ্য সহ-সভাপতি অর্জুন সিংকে জানিয়েছিলেন, সংসদে অধিবেশন চললেও ছুটির দিনগুলিতে তিনি কলকাতা ও আসানসোলে গিয়ে প্রচারে নামবেন। তারপরও তার নাম বাদ পড়ায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গে বিশ্ব বাংলা সংবাদ এর তরফ এ লকেট চট্টোপাধ্যায় সঙ্গে যোগাযোগ করা হলে রীতিমতো ক্ষুব্ধ সুরে তিনি জানান, “প্রচারকদের তালিকা থেকে আমাকে কেন বাদ দেওয়া হল সেটা যিনি তালিকা তৈরি করেছেন তিনিই বলতে পারবেন। এ প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তবে হ্যাঁ আমি প্রচারে যাওয়ার ইচ্ছের কথা জানিয়ে ছিলাম। তবে দল কেন তালিকা থেকে আমায় বাদ দিল আমি জানি না।”

আরও পড়ুন:Ravi Shastri: ‘বিসিসিআইয়ের যুক্তিহীন সংবিধানের জন‍্য আইপিএলে ধারাভাষ‍্য দিতে পারেনি’ বললেন শাস্ত্রী

তবে রাজ্য রাজনীতিতে লকেটকে এভাবে সাইডলাইনে ফেলে দেওয়ার পেছনে বিজেপি সূত্রে জানা যাচ্ছে, রাজ্যে ক্ষমতাশীল একাংশের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছে লকেট চট্টোপাধ্যায়ের। এর আগেও রাজ্যে একাধিক কর্মসূচিতে বাদ দেওয়া হয়েছিল লকেটকে। অথচ জাতীয় ক্ষেত্রে যদি দেখা যায় উত্তরাখণ্ডের দায়িত্ব পাওয়ার পর সফলভাবে তা পালন করেছেন লকেট চট্টোপাধ্যায়। কার্যত ইতিহাস গড়ে দ্বিতীয় বার বিজেপির দখলে গিয়েছে উত্তরাখণ্ড। তবে লকেট চট্টোপাধ্যায় এহেন উত্থান মোটেই ভালো চোখে দেখছে না রাজ্য নেতৃত্বের একাংশ। যার জেরেই রাজ্যে ক্ষমতাশীল একাংশের সঙ্গে দূরত্ব বেড়েছে লকেটের। শুধু তাই নয়, দেখা গিয়েছে বিক্ষুব্ধ পুরনো বিজেপি নেতৃত্বের সঙ্গে লকেটের ঘনিষ্ঠতা। বারবার তাদেরকে নিয়ে বৈঠকেও বসেছেন তিনি। যার জেরেই রাজ্যের কোনো কর্মসূচিতে সেই শীর্ষ নেতৃত্বদের অঙ্গুলিহেলনে লকেট চট্টোপাধ্যায়কে সাইড লাইনে ফেলে দেওয়া হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...