পেঁয়াজ রফতানি নিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, লরিতে আগুন

পেঁয়াজ রফতানি নিয়ে ভারত – বাংলাদেশ সীমান্তে উত্তেজনা।বাংলাদেশে পেঁয়াজ রফতানির লরিতে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। গত দু’দিনে তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। মালদহ জেলার ইংরেজবাজার থানার মহিদীপুর আন্তর্জাতিক স্থল বাণিজ্য কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় পেঁয়াজ ভর্তি অনেকগুলি লরি সারি বেঁধে দাঁড়িয়ে ছিল । ওই সবকটি গাড়িরই । বাংলাদেশে পেঁয়াজ নিয়ে যাওয়ার কথা কিন্তু সীমান্ত এলাকার দুষ্কৃতীরা প্রকাশ্যে এই গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ছুটে আসে। তদন্ত শুরু হয়েছে। কে বা কারা কীসের উদ্দেশ্যে এই অগ্নিকাণ্ড ঘটেছে তা জানার চেষ্টা চলছে। তবে এই ঘটনায় প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। আতঙ্কে রপ্তানিকারকেরা। পুলিশ সূত্রে জানা গেছে একশ্রেণির দুষ্কৃতী এই সীমান্ত এলাকায় তোলাবাজি করে। কোনও রফতানি ব্যবসায়ী তোলা দিতে অস্বীকার করলে এমন কাণ্ড ঘটানো হয় বলে অভিযোগ।

 

 

Previous articleMamata: সবাই চাইছে জিটিএ নির্বাচন হোক: ২-৩ মাসের মধ্যে ভোটের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
Next articleঅ-হিন্দু তাই প্রবেশে বাধা: কেরলের ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন ভরতনাট্যম শিল্পী মানসিয়া