ইউক্রেন ফেরত পড়ুয়াদের নিয়ে উদাসীন প্রধানমন্ত্রী, দার্জিলিংয়ে দাঁড়িয়ে ফের তোপ মুখ্যমন্ত্রীর

(মুখ্যমন্ত্রীর অভিযোগ, ইউক্রেন ফেরত পড়ুয়াদের বিষয়ে উদাসীন কেন্দ্র। তাঁদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে)

পাহাড়ে দাঁড়িয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দার্জিলিংয়ের ম্যালে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ইউক্রেন ফেরত পড়ুয়াদের বিষয়ে উদাসীন কেন্দ্র। তাঁদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কী করছেন প্রধানমন্ত্রী? মুখ্যমন্ত্রীর কথায়, “ইউক্রেন ফেরত পড়ুয়াদের নিয়েও ওরা ছেলেখেলা করছে। তাদের ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রী উদাসীন।”

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবারও ম্যালে সরকারি অনুষ্ঠান থেকে এই ইস্যুতে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ইউক্রেন থেকে ফেরা পড়ুয়াদের কথা চিন্তাই করছে না কেন্দ্র। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর অনেক পড়ুয়াকে দেশে ফেরানো হয়েছে। তাঁদের সবার পড়া বন্ধ হয়ে গিয়েছে। তাঁদের পড়াশোনা চালানোর জন্য আমরা যে প্রস্তাব দিয়েছিলাম তা খারিজ করে দিয়েছে কেন্দ্র।‌’‌’

মোদি সরকারকে কাঠগড়ায় তুলে তিনি আরও বলেন, ‘‘‌আমি বলেছিলাম, ইউক্রেন থেকে ফিরে আসা ডাক্তারি পড়ুয়াদের এখানে কোর্স শেষ করার সুযোগ দেওয়া হোক। নিজের নিজের রাজ্যে কোর্স শেষ করতে দেওয়া হোক তাঁদের। আমরা কোনও খরচা নেবো না। রাজ্যের খরচে ওদের পড়াতাম। ইউক্রেন থেকে ফেরতদের বিনামূল্যে পড়াতে চাইছি। কেন্দ্র অনুমতি দিচ্ছে না। পড়ুয়াদের জন্য কোনও দরদ নেই ওঁদের।’’

Previous articleহরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের
Next articleনেইমারকে ছাড়াই জিতল ব্রাজিল, মেসিদের ড্র