Monday, May 12, 2025

হোম সেন্টারেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ায় বিশেষ পর্যবেক্ষক নিয়োগ সংসদের

Date:

Share post:

আর কয়েক ঘন্টার অপেক্ষা। আগামী ২ এপ্রিল শুরু হতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। করোনা আবহ কাটলেও এবছর হোম সেন্টারেই হবে পরীক্ষা। অর্থাৎ, ছাত্রছাত্রীরা নিজেদের স্কুলেই দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শিক্ষা মহলের একাংশ মনে করছে হোম সেন্টার হওয়ায় অনেক পরীক্ষার্থী বাড়তি সুবিধা পেতে পারে। অসাধু উপায় অবলম্বন থেকে টোকাটুকিরও একটা সম্ভবনা থেকেই যায়।

তবে হোম সেন্টারেই উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে স্বচ্ছ করে তোলার উদ্যোগ নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে একজন করে স্পেশাল অবজার্ভার বা বিশেষ পর্যবক্ষেক নিয়োগ করছে সংসদ। পরীক্ষা চলাকালীন এই বিশেষ পর্যবেক্ষকরা থাকবেন ভেন্যু সুপারভাইজারের রুমে। তবে পরীক্ষাকক্ষে তাঁরা প্রবেশ করতে পারবেন না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে ইতিমধ্যেই ১৪ দফা নির্দেশাবলি প্রকাশ করা হয়েছে। যেখানে বিশেষ পর্যবেক্ষকদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।

এক নজরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিশেষ পর্যবেক্ষকদের দায়িত্ব–

  • মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশে ছাড়পত্র পাবেন বিশেষ পর্যবেক্ষকরা।
  • প্রশ্নপত্র খোলার সময়ে তিনি উপস্থিত থাকবেন বিশেষ পর্যবেক্ষকরা।
  • জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের মাধ্যম বিশেষ পর্যবেক্ষকরা।
  • পরীক্ষা কেন্দ্রে কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তার বিস্তারিত রিপোর্ট তৈরি।



অন্যদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিরতির দিনগুলিতে সাধারণ ভাবে স্কুলের অন্যান্য শ্রেণীর ক্লাস চালু থাকবে। উচ্চ মাধ্যমিকের প্রোগ্রাম সূচি অনুসারে ৬ থেকে ১৫ এপ্রিল কোনও পরীক্ষা নেই। ওই দিনগুলিতে পঠনপাঠন স্বাভাবিক রাখতে কোনও বাধা নেই বলেই মনে করে সংসদ। যেহেতু করোনা আবহের জন্য দীর্ঘ সময় স্কুলের পঠন-পাঠন বন্ধ ছিল, তাই এখন স্কুলের বিভিন্ন শ্রেণীর পঠন-পাঠন যাতে আর নষ্ট না হয়, সেই ভাবনা থেকেই এমন সিদ্ধান্ত বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

spot_img

Related articles

পুলওয়ামার আত্মঘাতী হামলায় মদতের কথা স্বীকার করে ফেলল পাকিস্তান

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা হয়। শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। জঙ্গি...

দেশের স্বার্থ বিরোধী: অশান্তির পরিস্থিতিতে বামেদের মিছিলকে ধুইয়ে দিলেন কুণাল

পাকিস্তানী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যখন কেন্দ্রের সরকার অপারেশন সিন্দুর-এর মতো অভিযান চালাচ্ছে দেশের সেনা, সেই সময় পাশে দাঁড়িয়েছে গোটা...

ঝাড়গ্রামে ‘সাদা পাহাড়’ ঘিরে নয়া পর্যটন কেন্দ্র

ঝাড়গ্রামের (Jhargram) পর্যটন পরিকাঠামোয় বড়সড় উন্নয়নে পদক্ষেপ করছে রাজ্য। বেলপাহাড়ির ‘সাদা পাহাড়’ বা স্থানীয়দের কথায় ‘চেতন ডুংরি’ এলাকায়...

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল! ধর্মতলায় ভূগর্ভস্থ পার্কিং প্লাজা-টানেল

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। মেট্রো (Metro) সম্প্রসারণের ফলে ধর্মতলা দ্রুতই হয়ে উঠবে কলকাতার...