Mamata: ছবির মতো সাজাতে হবে মিরিককে: জেলাশাসককে নির্দেশ মুখ্যমন্ত্রীর, ঘুরে দেখলেন অরূপ-ইন্দ্রনীল

মিরিক লেক-সহ সংলগ্ন এলাকার সৌন্দর্যায়নে জোর মুখ্যমন্ত্রীর


বরাবরই পাহাড়ের সৌন্দর্যায়নে উদ্যোগী মুখ্যমন্ত্রী। ক্ষমতায় আসার পর থেকেই অজানা পর্যটনস্থলকে সাজিয়ে তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই সেজে উঠেছে বিভিন্ন পর্যটনস্থল। এবারের সফরে মিরিককে সাজিয়ে তুলতে দার্জিলিঙের জেলাশাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

বুধবার, রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেনকে দার্জিলিং থেকে মিরিক পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে মিরিক লেক-সহ পুরো ঘুরে দেখেন তাঁরা। চেয়ারম্যান এল বি রাই-সহ স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন দুই মন্ত্রী। কোথায়, কী ধরনের সৌন্দর্যায়নের কাজ হবে তাও সরেজমিনে দেখেন। দার্জিলিঙে ফিরে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেন তাঁরা।

কাশ্মীরের ডাল লেকের মতো মিরিক লেকেও শিকারা চলুক- দীর্ঘ দিনের আর্জি মিরিকের বাসিন্দাদের। সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পাহাড়ে এখন পর্যটনের ভরা মরসুম। দার্জিলিঙের পাশাপাশি কালিম্পং, কার্শিয়াং-সহ মিরিকেও যাচ্ছেন পর্যটকরা। মিরিকে ছবির মতো সুন্দর চা বাগান, জনপদ, লেক সব মিলিয়ে পর্যটকদের আকর্ষণ করার মতো সব রসদই মজুত রয়েছে। মুখ্যমন্ত্রী চাইছেন পর্যটকরা আরও বেশি করে পাহাড়ে আসুন। সেই কারণে দার্জিলিঙের পাশাপাশি মিরিককেও মনোরম করে সাজিয়ে তুলতে চাইছেন তিনি।

অরূপ বিশ্বাস জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাঁরা মিরিক দেখতে এসেছি। মিরিকে তৃণমূল পরিচালিত পুরসভা যা কাজ করেছে তাতে আগামী দিনে ৯ টি ওয়ার্ডেই তারা বিপুল ভোটে জিতবে বলে আশা অরূপের। ইন্দ্রনীল সেন বলেন, “মিরিকে এল বি রাই যা কাজ করেছেন তাতে মুগ্ধ আমরা। মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় আগামী দিনে মিরিক আরও ছবির মতো সুন্দর হয়ে উঠবে।“

Previous articleRimi Sen : অভিনেত্রী রিমি সেনের চার কোটি টাকা হাতিয়ে পলাতক ব্যবসায়ী
Next articleবিহার বিধানসভায় তুমুল হট্টগোল, মার্শাল দিয়ে বের করে দেওয়া হল ৮ বিধায়ককে