ফের বা়ড়ল পেট্রোল ডিজেলের দাম। এ নিয়ে গত ১২ দিনে ১০ বার বাড়ল পেট্রল-ডিজেলের দাম। শনিবার লিটার প্রতি পেট্রলের দাম বাড়ল ৮৪ পয়সা। আর ডিজেল বেড়েছে ৮০ পয়সা।কলকাতায় শুক্রবার পেট্রল এবং ডিজেলের লিটার পিছু দাম ছিল যথাক্রমে ১০১ টাকা ৩৫ পয়সা এবং ৯৬ টাকা ২২ পয়সা। শনিবার তা বেড়ে হয়েছে যথাক্রমে ১১২ টাকা ১৯ পয়সা এবং ৯৭ টাকা ২ পয়সা।

খুব স্বাভাবিক ভাবেই এভাবে চর চড়িয়ে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষ অত্যন্ত সমস্যায় পড়েছেন । শুধু পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিই তো নয়। সেইসঙ্গে লাফিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম । অত্যাবশ্যকীয় পণ্যের দাম। ওষুধপত্রের দাম। জীবন যাপনের জন্য নূন্যতম প্রয়োজনীয় যা কিছু তা জোগাড় করতেই আতান্তরে পড়ছেন সাধারণ মধ্যবিত্ত।
