Thursday, August 21, 2025

ইমরানের পরামর্শেই সংসদ ভাঙলেন পাক প্রেসিডেন্ট, ভোট ৯০ দিনের মধ্যে

Date:

Share post:

পাক প্রধানমন্ত্রী ইমরান(PM Imran Khan) খানের সুপারিশ অনুযায়ী সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি আরিফ আলভি (Arif Alvi)। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পাকিস্তানে পরবর্তী সাধারণ নির্বাচন ৯০ দিনের মধ্যেই অনুষ্ঠিত হবে‌। ভেঙে দেওয়া সংসদের বিরোধী দলনেতা শেহবাজ (Sehbaz) স্পষ্ট জানিয়েছেন, যেভাবে সংবিধান লঙ্ঘন করেছেন ইমরান খানরা, তা নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হবে।

৯০ দিনের মধ্যে নির্বাচনের কথা ঘোষণা করা হলেও দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে নির্বাচন হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তানের নির্বাচন কমিশন।

আরও পড়ুন: রাতের আকাশে আলোর ছটা, বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী আংশিক দেশবাসী

রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন ডেপুটি স্পিকার। গতকাল, শনিবারই তাঁর সমর্থকদের আস্থা ভোটের আগে রাস্তায় নামতে বলেছিলেন ইমরান। পাকিস্তান পিপলস পার্টির (Pakistan People’s Party) নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি ট্যুইট করে লেখেন, “সরকার সংবিধান লঙ্ঘন করেছে। অনাস্থা প্রস্তাবে ভোট দেওয়ার অনুমতি দেয়নি। ঐক্যবদ্ধ বিরোধী দল সংসদ ছেড়ে যাচ্ছে না। আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাচ্ছেন।”

উল্লেখ্য, পাক সংসদে সংখ্যালঘু ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। তাদের জোটসঙ্গী এমকিউএম-পি (Muttahida Qaumi Movement – Pakistan) হাত মিলিয়েছে বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে। ফলে পাকিস্তানে বিরোধীরাই এখন সংখ্যাগরিষ্ঠ। তবে লড়াইয়ের বার্তা দিয়েই আজ অনাস্থা প্রস্তাবের মোকাবিলা করেন তিনি। অশান্তির আশঙ্কায় ইসলামাবাদজুড়ে (Islamabad) জারি হয়েছে ১৪৪ ধারা। সূত্রের খবর, অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির আগে পাঞ্জাব প্রদেশের গভর্নর চৌধুরী মহম্মদ সারওয়ারকে বরখাস্ত করে ফেডারেল সরকার। অ্যাক্টিং গভর্নর হিসেবে দায়িত্বে আসেন ডেপুটি স্পিকার। তিনিই অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন।



spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...