SSC মামলা: ৪ কর্তাকে সিবিআই দফতরে নিয়ে যেতে হবে পুলিশকে, নির্দেশ হাইকোর্টের

স্কুলের শিক্ষক ও কর্মী দুর্নীতি মামলায় উপদেষ্টা কমিটির ৪ সদস্যকে আজই সিবিআই দফতরে যাওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)। শুধু তাই নয়, আজ পুলিস দিয়ে ওই ৪ জনকে সিবিআই(CBI) দফতরে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়(Abhijeet Ganguly)।

এসএসসি(SSC) নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তরফে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছিল ৪ সদস্যকে। তবে সেই নোটিশে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হন কমিটির ৪ সদস্য সমরজিত্‍ আচার্য, পি কে বন্দ্যোপাধ্যায়, অলোককুমার সরকার ও টি পাঁজা। সোমবার তাঁদের সেই আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। আজ দুপুরে তাদের হাজিরা দিতে বলা হয়েছে। শুধু তাই নয় তাদের হাজিরা নিশ্চিত করতে পুলিসকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্য়ায়। নির্দেশ দেওয়া হয়েছে সমরজিত্ আচার্য ও পি কে বন্দ্যোপাধ্যায়কে দুপুর ২টোর মধ্যে সিবিআই দফতরে নিয়ে যাবেন ডিসি সেন্ট্রাল। পাশাপাশি, অলোককুমার সরকার ও টি পাঁজাকে ৩টের মধ্যে নিয়ে যাবেন বিধাননগরের সিপি।

Previous articleWeather Forecast: চৈত্রের দাবদাহ থেকে অব্যাহতি! সুখবর আবহাওয়া দফতরের
Next articleযাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বাম নেতার প্রকাশ্যে হুমকি, থানায় অভিযোগ দায়ের