দিল্লির জাহাঙ্গিরপুরীতে তৃণমূল কংগ্রেসের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

দিল্লির জাহাঙ্গিরপুরীতে তৃণমূল কংগ্রেসের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। শুক্রবার দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিনিধিদল  জাহাঙ্গিরপুরী যাচ্ছে। এই  দলের নেতৃত্বে রয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সঙ্গে আছেন অর্পিতা ঘোষ, অপরূপা পোদ্দার, মানসরঞ্জন ভূঁইয়া, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়।

সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়  জানিয়েছেন, ‘ দিল্লির জাহাঙ্গিরপুরীতে যা হয়েছে তা  মারাত্মক ঘটনা। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে। একতরফা পদক্ষেপ নেওয়া হচ্ছে যা অত্যন্ত নিন্দনীয়। এটা তৃণমূল কংগ্রেস কখনই সমর্থন করে না।  সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে পাঁচজনের মহিলা প্রতিনিধি দল পাঠাচ্ছে দল। থাকছেন শতাব্দী রায়, অপরূপা পোদ্দার, অর্পিতা ঘোষ-সহ পাঁচজন । এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম জাহাঙ্গিরপুরীর বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন। ঘুরে দেখবেন এলাকা। আমি দিল্লিতে থেকেই বিষয়টি নজরদারি করব। মূলত মহিলাদের পাঠাতে চাই। অনেককে যেতে দিচ্ছে না বলে খবর পাচ্ছি।’

Previous articleCovid Update: ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ, দৈনিক সংক্রমণ প্রায় আড়াই হাজার
Next articleRoy Krishna: প্রয়াত রয় কৃষ্ণার বাবা বাল কৃষ্ণা