Corona Virus : করোনা বাড়ছে দেশে, বাংলাতেও, বাড়তি নজর টিকাকবণে

ফের করোনা বাড়ছে বাংলায়। শুধু বাংলার নয় সারা ভারতেই চিত্রটা একই রকম । দিল্লি , কেরলে করোনা এখনই নিয়ন্ত্রণ সীমা ছাড়িয়ে বাড়তে শুরু করে দিয়েছে। বাংলাতেও একধাক্কায় বেশ অনেকটাই বেড়েছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪০ জন। তবে এখনো পর্যন্ত মৃত্যুর একটিও তথ্য নেই বাংলায়।

 

করোনা নিয়ন্ত্রণে টিকাকরণের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে এ রাজ্যে। শুক্রবার রাজ্যজুড়ে ১ লক্ষ ৬৩২ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রিকশন ডোজ দেওয়াও শুরু হয়েছে। ১৮ ঊর্ধ্ব সকলেই নিতে পারেন প্রিকশন ডোজ। শুক্রবার ২৩ লক্ষ ১৬ হাজার ৯২৫টি প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।

গত ২৪ ঘন্টায় দেশজুড়ে আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের কাছাকাছি। বাড়ছে অ্যাকটিভ কেসও। পূর্ব অভিজ্ঞতাকে ভিত্তি করে করোনা সংক্রমণকে লাগাম পরাতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করছে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক। ছোটদের জন্যও আলাদা টিকার ব্যবহারে ছাড়পত্র দিয়ে দিয়েছে সরকার। বায়োলজিক্যাল ই-র কর্বেভ্যাক্স টিকাটিকে ৫ থেকে ১২ বছরের শিশুদের ক্ষেত্রে জরুরি ব্যবহারে ছাড়পত্র দিয়েছে DGCI। অর্থাৎ শুধু ১২ বছরের উর্ধ্বেই নয় এবার থেকে শিশুরাও পাবে করোনার টিকা।

 

 

Previous articleWeather-Bengal : বৃষ্টি -কালবৈশাখীর দেখা নেই, আজ থেকে আরও গরম বাড়বে কলকাতায়
Next articleBreakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস