দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে, কী বলছে আবহাওয়া দফতর

কদিন ধরেই রৌদ্রের দাবদাহে ফুটছে দক্ষিণবঙ্গ। অবশেষে স্বস্তির বাণী শোনাল আবহাওয়া দফতর। ৩ দিন পর নতুন মাসের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিভাগ জেলাতে।

তবে তাপপ্রবাহ সতর্কতা জারি থাকছে আরও ২ থেকে ৩ দিন পশ্চিমের জেলায়। উপকূলবর্তী জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা নেই। আপাতত ২ থেকে ৩ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। মাসের প্রথমদিন থেকে বৃষ্টির সম্ভাবনা।

বর্ষার মত বৃষ্টি হবে না। হলেও এই বৃষ্টি কিছুটা স্বস্তি যোগাবে। আদ্রতা যুক্ত বায়ু দক্ষিণ পশ্চিম দিকে আসার সম্ভাবনা রয়েছে। তাতেই পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বাতাস পিছু হটতে পারে। তাই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে। পার্বত্য জেলায় বেশি বৃষ্টি মালদাতে বৃষ্টি কম হবে।

৩০ তারিখের পর উপকূলবর্তী জেলাতে তাপমাত্রা সেরকম বাড়বে না। কলকাতায় তাপমাত্রা একইরকম থাকবে। আজ শহরের সর্বোচ্চ তাপমত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন- কানু সান্যালের বাড়ি দখল মুক্ত করা-সহ উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর

 

Previous articleকানু সান্যালের বাড়ি দখল মুক্ত করা-সহ উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর
Next article‘ওকে বেশ দেখতে ভালো, সুন্দর-ফর্সা!’ সকলকে চমকে দিয়ে অর্জুনের প্রশংসায় মদন