Tuesday, December 16, 2025

বিজেপির সঙ্গে সম্পর্কে ফাটল? নীতীশের তেজস্বী ঘনিষ্ঠতায় বিহার রাজনীতিতে গুঞ্জন

Date:

Share post:

তবে কি বিহার(Bihar) রাজনীতিতে নয়া সমীকরণের সূত্রপাত হতে চলেছে? বিজেপির(BJP) সঙ্গে জোটের সম্পর্ক ভাঙতে চলেছেন নীতীশ কুমার? সাম্প্রতিক ঘটনাবলী অবশ্য সেই দিকেই ইঙ্গিত করছে। সম্প্রতি সম্প্রতি বিরোধী দলনেতা তেজস্বী যাদবের(Tejashwi Yadav) আয়োজিত ইফতার পার্টিতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। আর সেখান থেকে সূত্রপাত হয় এই জল্পনার। এবার জল্পনায় ইন্ধন জুগিয়ে নীতীশ কুমারের(Nitish Kumar) আয়োজিত ইফতার পার্টিতে(Iftar Party) যোগ দিলেন তেজস্বী।

বিহার রাজনীতিতে এই ইফতার পার্টি জাতীয় রাজনীতিতে আলোচনার অন্যতম বিষয়বস্তু হয়ে উঠেছে। গত সপ্তাহে তেজস্বী যাদব ইফতার পার্টির আয়োজন করেছিলেন সেই অনুষ্ঠানে যোগ দেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নীতীশ অবস্য জানিয়েছিলেন, এটা নিতান্তই সৌজন্য সাক্ষাত। এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। এরপর গতকাল নীতীশ কুমারের আয়োজিত ইফতার পার্টিতে উপস্থিত হতে দেখা যায় তেজস্বীকে। গতকালের আয়োজিত ইফতার পার্টিতে তেজস্বী যাদব ও তাঁর দাদা তেজ প্রতাপ যাদবকে নিজেই স্বাগত জানাতে যান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। চিরাচরিত প্রথা ভেঙে উপমুখ্য়মন্ত্রীর আগে তেজস্বী যাদবকেই ‘সাফা’ দেন। অনুষ্ঠান শেষে নীতীশ ফের তাদের গাড়িতেও তুলে দিতে যান। সাধারণত মুখ্যমন্ত্রীই অনুষ্ঠান থেকে সবার আগে যান। কিন্তু এক্ষেত্রেও ব্যতিক্রমী পথেই হাঁটেন নীতীশ।

আরও পড়ুন:মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনৈতিক স্বার্থে ব্যবহার: বিজেপির বিরুদ্ধে ক্ষুব্ধ ‘শহিদ’ পরিবারের সদস্যরা

একটা সময়ে বিহারে জোট সরকার ছিল জেডিইউ এবং আরজেডির। যদিও সেই সম্পর্ক ভেঙে বিজেপির সঙ্গে জোট বেধে সরকার গড়েন নীতীশ কুমার। এরপর দুই দলের সম্পর্ক কার্যত তলানিতে পৌছয়। তবে ২০২০ সালে বিজেপির সঙ্গে জোট বেধে নীতীশ সরকার গড়লেও ভোটের ফলপ্রকাশের পর আসন ভাগাভাগি দেখেই অসন্তুষ্ট হয়েছিলেন তিনি। ধীরে ধীরে সময়ের সঙ্গে সেই অসন্তোষ যে বেড়েছে, তা বিহারের রাজনৈতিক মহলে কান পাতলেই বোঝা যায়। এখন বিজেপির সঙ্গে সম্পর্ক ভেঙে নীতীশ ফের জেডিইউ-র হাত ধরতে পারেন বলে গুঞ্জন শুরু হয়েছে প্রতিবেশী রাজ্য বিহারে।




spot_img

Related articles

রক্তাক্ত ভূস্বর্গে জঙ্গি-নিরাপত্তা বাহিনীর লড়াই, শহিদ ১ পুলিশকর্মী

ফের রক্তাক্ত জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir Terrorist activity)। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে এক পুলিশ কর্মী মৃত্যুর...

খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের, দেখা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা 

মঙ্গলের সকালে প্রকাশিত হল বঙ্গে এসআইআরের খসড়া ভোটার তালিকা। কমিশনের দুই ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/SIR এবং https://voters.eci.gov.in/ এ ক্লিক করলে...

সাতসকালে মা উড়ালপুলে বড় দুর্ঘটনা, গাড়ি -বাইকের সঙ্গে সংঘর্ষ চারচাকার! 

মঙ্গলের সকালে মা উড়ালপুলে (Maa Flyover Accident) একের পর এক গাড়িকে ধাক্কা মারল চারচাকা। প্রথমে ডিভাইডারে ধাক্কা মারার...

পাঞ্জাবে ম্যাচ চলাকালীন কবাডি খেলোয়াড়কে গুলি করে খুন! 

সেলফি তোলার নাম করে কবাডি প্লেয়ারের কাছাকাছি এসে তাঁকে গুলি করে খুন (Kabaddi player shot dead )! চাঞ্চল্যকর...