জাতীয় শুটিং দলের কোচ হলেন বাংলার জয়দীপ কর্মকার

অবসর নেওয়ার পর নিজের অ্যাকাডেমি থেকে একের পর এক জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের শুটার তুলে আনছেন জয়দীপ। যাঁদের মধ্যে অন্যতম প্রতিভা হলেন মেহুলী ঘোষ।

জাতীয় শুটিং দলের কোচ হলেন বাংলার জয়দীপ কর্মকার (Joydeep Karmakar)। সামনেই রয়েছে এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের মতো প্রতিযোগিতা। তার আগেই গুরুদায়িত্ব দেওয়া হল জয়দীপকে। জয়দীপের ঝুলিতে রয়ে ২৮টি বিশ্বকাপ, দু’টি কমনওয়েলথ গেমস, একটি এশিয়ান গেমস, তিনটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং একটি অলিম্পিক্সে অংশগ্রহণের অভিজ্ঞতা।

অবসর নেওয়ার পর নিজের অ্যাকাডেমি থেকে একের পর এক জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের শুটার তুলে আনছেন জয়দীপ। যাঁদের মধ্যে অন্যতম প্রতিভা হলেন মেহুলী ঘোষ। কোচ হিসেবে ইতিমধ্যেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন জয়দীপ। আর সম্ভবত সেই কারণেই ভারতীয় শুটিংয়ের গুরুত্বপূর্ণ বছরে সর্ব ভারতীয় শুটিং ফেডারেশন জাতীয় দলের দায়িত্ব তুলে দিল জয়দীপ কর্মকারের কাঁধে।

আরও পড়ুন:Virat Kohli: অবশেষে রানে ফিরলেন কোহলি

Previous articleঅবশেষে স্বস্তি, শনি-সন্ধেয় কলকাতা, হাওড়া, হুগলি-সহ ২ চব্বিশ পরগনায় কালবৈশাখী
Next articleবৈদেশিক মুদ্রা লেনদেনের অভিযোগ, সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত শাওমির