অক্ষয় তৃতীয়ার দিন মাহেশে জগন্নাথ মন্দিরে চন্দন যাত্রা উৎসব

এইদিন প্রভুর মাথায় চন্দনের প্রলেপ দেওয়া হয় শরীর শীতল রাখার জন্য। এই উৎসবটি আগামী ১৭ তারিখ পর্যন্ত চলবে। তারপরে হবে স্নান যাত্রা।

অক্ষয় তৃতীয়ার দিন ঐতিহাসিক মাহেশের (Mahesh Jagannath) জগন্নাথ মন্দিরে পালিত হল চন্দন যাত্রা উৎসব (Chandan Yatra Utsab)। এই উপলক্ষে এদিন সকাল থেকে মন্দির চত্বর ছিল ভক্ত সমাগমে পূর্ণ। প্রতিবছর অক্ষয় তৃতীয়ার দিনে এই চন্দন যাত্রা উৎসব পালিত হয়।

ব্যস্ত কর্মসূচিতেও সৌরভপত্নী ডোনার নাচের অনুষ্ঠানে থাকছেন শাহ

এইদিন প্রভুর মাথায় চন্দনের প্রলেপ দেওয়া হয় শরীর শীতল রাখার জন্য। এই উৎসবটি আগামী ১৭ তারিখ পর্যন্ত চলবে। তারপরে হবে স্নান যাত্রা। পয়লা জুলাই অনুষ্ঠিত হবে ঐতিহাসিক মাহেশের রথযাত্রা এবং ৯ জুলাই উল্টো রথযাত্রা।

এ বিষয়ে বলতে গিয়ে মাহেশ জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী (Piyal Adhikari) জানান, গত দু’বছর মহামারীর কারণে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হতে পারিনি। এবছর সবকিছু স্বাভাবিক হয়ে আসায় এবারে রাজপথে রথের চাকা আবার গড়াবে বলে আশাবাদী তিনি।

ছেলে ঈশানের সঙ্গে প্রথম ঈদ, আজ শুধুই কবজি ডুবিয়ে খাওয়া নুসরতের

Previous articleBihar:আজব কাণ্ড! ফুল মার্কস ১০০, পরীক্ষার্থী পেলেন ৫৫৫
Next articleIPL 2022: বুধবার আইপিএলের ব্লকবাস্টার ম্যাচে ধোনি-কোহলি দ্বৈরথ