চরমে অন্তর্দ্বন্দ্ব: হাইকোর্টে মামলা লড়তে এসে কংগ্রেসি আইনজীবীদেরই হেনস্থার শিকার চিদম্বরম

ফের প্রকাশ্যে প্রদেশ কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব। বুধবার, রাজ্য সরকারের তরফে মেট্রো ডেয়ারির (Metro Dairy) শেয়ার বিক্রির মামলা লড়তে কলকাতা হাইকোর্টে আসেন পি চিদম্বরম (P Chidamdaram)। সেখানেই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান কংগ্রেসি আইনজীবীরা। তাঁদের অভিযোগ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Chowdhury) দায়ের করা জনস্বার্থ মামলায় কেন বিরোধীপক্ষের হয়ে অর্থাৎ তৃণমূল সরকারের হয়ে মামলা লড়তে এসেছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা আইনজীবী চিদম্বরম? তাঁকে ধিক্কার জানান কংগ্রেসের আইনজীবীরা। জাতীয় নেতা হিসেবে তাঁরা চিদম্বরমকে আর মানবেন না বলেও জানান কৌস্তব বাগচী।

কিন্তু প্রশ্ন উঠছে, পি চিদম্বরম এখন বর্ষীয়ান প্রতিষ্ঠিত আইনজীবী। তিনি পেশাগত কারণে যেকোনও কারও মামলা লড়তে পারে। এর আগেও সেই উদাহরণ আছে। তারপরেও এই ধরনের নিগ্রহ কেন? রাজনৈতিক মহলের মতে, বাংলায় আক্ষরিক অর্থেই শূন্য কংগ্রেস। সেই কারণে যে কোনও ভাবেই সংবাদে থাকতে চাইছে। আর সেই প্রচেষ্টাতেই নিজেদের দলের বর্ষীয়ান নেতার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের মতো জায়গায় ন্যাক্কারজনক ভাবে বিক্ষোভ দেখাতেও পিছুপা হন প্রদেশ কংগ্রেসের নেতা-কর্মীরা। অথচ যে অধীর চৌধুরী এই মামলা করেছেন, তিনি এই বিষয়টিকে কার্যত এড়িয়ে যেতে চাইছেন। সব মিলিয়ে প্রকাশ্যে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব।

Previous articleMet Gala: সোনালি রূপের ছটা, সব্যসাচীর শাড়িতে মোহময়ী নাতাশা
Next articleআন্দোলন করছে তৃণমূল, নাটক করছেন অর্জুন: পাট শিল্পের স্বার্থে পথে নেবে দাবি ঋতব্রতদের