Thursday, January 29, 2026

গো হত্যাকারী সন্দেহে ২ আদিবাসীকে পিটিয়ে খুন মধ্যপ্রদেশে, সরব তৃণমূল

Date:

Share post:

গো হত্যাকারী সন্দেহে দুই আদিবাসীকে পিটিয়ে খুন করা হল বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে(Madhya Pradesh)। চুড়ান্ত অমানবিক এই ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সেওনি জেলায়। এই ন্যক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছে তৃণমূল(TMC)। পাশাপাশি এহেন নৃশংসতার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে জবলপুর-নাগপুর জাতীয় সড়কে বিক্ষোভ দেখান কংগ্রেস(Congress) বিধায়ক অর্জুন সিং কাকোদিয়া(Arjun singh kakodia)।

পুলিশ সূত্রের খবর, এই নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার জড়িত ২০জন। এদের ১৪জনের বিরুদ্ধে পুলিশ ফৌজদারি আইনে মামলা রুজু করেছে। বাকি ছজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার এসকে মারাভি এই জানিয়েছেন, ‘গরু চুরি করে হত্যা করা হয়েছে এই অভিযোগে ২০জন মানুষ তিন আদিবাসী সম্প্রদায়ের ওপর চডা়ও হয়ে তাদের পেটায়। খবর পেয়ে পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়। আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুজনের মৃত্যু হয়। ঘটনায় একজনের আঘাত গুরুতর। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। আপাতত তিনজন ধরা পড়েছে। বাকিরাও ধরা পড়বে। মৃত দুই আদিবাসীর বাড়ি থেকে মাংস উদ্ধার হয়েছে। পরীক্ষার জন্য তা পাঠানো হয়েছে।’

আরও পড়ুন:গোয়ায় তৃণমূল পর্যবেক্ষকের দায়িত্বে এবার কীর্তি আজাদ

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসও এই ঘটনার নিন্দায় সরব হয়েছে। তৃণমূলের তরফে টুইট করে লেখা হয়েছে, ‘আদিবাসী ও দলিতদের উপর অত্যাচার ক্রমাগত চরমে পৌঁছেছে! মোদীজির নজরে মানুষের জীবনের মূল্য কমে গেছে। এই সরকার কত নিচে নামবে? বিচার হবে কি? এটা কোল্ড ব্লাডেড মার্ডার, মি.নরেন্দ্রমোদি।’

spot_img

Related articles

হোটেলে এক ঘণ্টা সেলিম-হুমায়ুন: বিধানসভা ভোটের আগে রফার চেষ্টা

সাম্প্রদায়িক কোনও দলের সঙ্গেই যাবেন না দাবি করা সিপিআইএম কী শেষ পর্যন্ত মসজিদ তৈরি করা হুমায়ুন কবীরের হাত...

বইমেলা প্রাঙ্গণে কুণাল-রানা-দেবাংশু, উপচে পড়া ভিড় বালিতে

হাওড়ার বালিতে শুরু হয়েছে চতুর্থ বর্ষের বালি বইমেলা। বুধবার সন্ধ্যায় সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বইপ্রেমীদের উৎসাহ বাড়ালেন...

IND vs NZ T20: বিশ্বকাপের আগে দুরন্ত ব্যাটিং রিঙ্কু-দুবের, নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের

নিউজিল্যান্ডের(Newzeland) বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে হার ভারতের(India)। ৫০ রানে জিতল কিউয়িরা। হোয়াইট ওয়াশের স্বপ্ন অধরাই থাকল, নিয়মরক্ষার ম্যাচে...

বাগবাজারে ১২ কন্যার গণবিবাহে কুণাল ঘোষ: বাপি ঘোষের ভূয়সী প্রশংসা

উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে এক বর্ণময় ও আন্তরিক সামাজিক অনুষ্ঠানের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ। স্থানীয় পুরপিতা বাপি ঘোষের...