চিটফান্ড : শান্তি সুরানার জেল হেফাজতের নির্দেশ ১৯ মে পর্যন্ত

চিটফান্ডকাণ্ডে গ্রেফতার সুরানা গ্রুপের সিইও শান্তি সুরানাকে ১৯ মে পর্যন্ত জেল হেফাজতের দিল আদালত । এতদিন তিনি ডিরেক্টর অফ ইকনিকম অফেন্স উইং-এর কাস্টডিতে ছিলেন। কিন্তু ৯দিনের পুলিশ হেফাজতের পর নতুন করে আর নিজেদের হেফাজতে চাইল না ডিরেক্টোরেট অফ ইকনমিক অফেন্স উইং। ফলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

এদিকে গত ২৯ এপ্রিল শেক্সপিয়র সরণি থানায় নতুন একটি অভিযোগ দায়ের হয়েছিল শান্তি সুরানার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে আগামিকাল শান্তি সুরানাকে নিজেমদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইতে পারে ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখা। বৃহস্পতিবার ধৃতকে ব্যাঙ্কশালকোর্টে তোলা হবে।

আরও পড়ুন- বিজেপির অনশন মঞ্চে রাজ্য নেতৃত্বের পাশেই অর্জুন, বিশ্বাসযোগ্যতা প্রমাণের চেষ্টা!

Previous articleIndian Cricket: ইংল্যান্ডকে টপকে আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত
Next articleজালিয়াতির জের! ৬ ফুট বাই ১২ ফুটের কুটুরিতে ইঁদুরদের সঙ্গে রাত কাটাচ্ছেন বরিস বেকার